প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবার কাঁঠালবাড়ি থেকে নজিরটিলা এবং সম্প্রুপাড়া পর্যন্ত গ্রামীণ সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। গ্রামীণ এই কাঁচা রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ইট ভাটার বালু, মাটি, চোরাই গাছ এবং বাঁশের ট্রাক চলাচলের কারণে রাস্তায় কাঁদা এবং গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি বৃষ্টিতে কাদা আর গর্তের কারণে পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, কাঁঠাল বাড়ি, নজিরটিলা এবং সম্প্রুপাড়া এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস। এসব এলাকা থেকে রামগড় সদরে এবং কালাডেবা বাজারে যাওয়ার প্রধান সড়ক এটি। সর্বশেষ ২০০৩ সালে এই সড়কের মেরামত করা হয়। অবৈধ ভাবে ৪টি ইট ভাটার মাটি, চোরাই গাছ এবং বাঁশ নেওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় এই সড়কটিকে। সব মিলে সড়কটির বেহাল দশা হয়েছে। বারবার আবেদন করার পরেও পৌর কর্তৃপক্ষ থেকে সড়ক মেরামতের কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়দের।
কাঁঠাল বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মোশারফ হোসাইন জানান, গ্রীষ্ম এবং বর্ষা কোন মৌসুমেই এ সড়ক দিয়ে যাতায়াত করা যায় না। বৃষ্টিতে এ সড়কে কাঁদা আর গর্তের জন্য পায়ে হেঁটে চলাচল করাও দু: সাধ্য বলে জানান তিনি। বৃষ্টি না থাকলেও সড়কটি বালু দিয়ে ভর্তি থাকে; ধুলাবালির কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়।
স্থানীয় আরেক বাসিন্দা দেলোয়ার হোসাইন রাজু জানান, বারবার আবেদন করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে।
রামগড় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাহাব উদ্দীন আজকের পত্রিকা কে জানান, তিনি সরেজমিনে সড়কটি দেখে এসেছেন। সড়কটি মেরামতের জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করে দেওয়া হবে।

খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবার কাঁঠালবাড়ি থেকে নজিরটিলা এবং সম্প্রুপাড়া পর্যন্ত গ্রামীণ সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। গ্রামীণ এই কাঁচা রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ইট ভাটার বালু, মাটি, চোরাই গাছ এবং বাঁশের ট্রাক চলাচলের কারণে রাস্তায় কাঁদা এবং গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি বৃষ্টিতে কাদা আর গর্তের কারণে পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, কাঁঠাল বাড়ি, নজিরটিলা এবং সম্প্রুপাড়া এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস। এসব এলাকা থেকে রামগড় সদরে এবং কালাডেবা বাজারে যাওয়ার প্রধান সড়ক এটি। সর্বশেষ ২০০৩ সালে এই সড়কের মেরামত করা হয়। অবৈধ ভাবে ৪টি ইট ভাটার মাটি, চোরাই গাছ এবং বাঁশ নেওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় এই সড়কটিকে। সব মিলে সড়কটির বেহাল দশা হয়েছে। বারবার আবেদন করার পরেও পৌর কর্তৃপক্ষ থেকে সড়ক মেরামতের কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়দের।
কাঁঠাল বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মোশারফ হোসাইন জানান, গ্রীষ্ম এবং বর্ষা কোন মৌসুমেই এ সড়ক দিয়ে যাতায়াত করা যায় না। বৃষ্টিতে এ সড়কে কাঁদা আর গর্তের জন্য পায়ে হেঁটে চলাচল করাও দু: সাধ্য বলে জানান তিনি। বৃষ্টি না থাকলেও সড়কটি বালু দিয়ে ভর্তি থাকে; ধুলাবালির কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়।
স্থানীয় আরেক বাসিন্দা দেলোয়ার হোসাইন রাজু জানান, বারবার আবেদন করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে।
রামগড় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাহাব উদ্দীন আজকের পত্রিকা কে জানান, তিনি সরেজমিনে সড়কটি দেখে এসেছেন। সড়কটি মেরামতের জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করে দেওয়া হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে