রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল খাগড়াবিল এলাকার একমাত্র ভরসা খাগড়াবিল জুনিয়র হাই স্কুল। ১৯৯৪ সালে স্থানীয় যুবকদের স্বপ্ন, শ্রম আর নিজেদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই স্কুলটি দুর্গম এলাকার গরিব-অসহায় মানুষের সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছিল। ২০১৮ সালে পাঠদানের অনুমতি এবং ২০২৩ সালে সরকারি স্বীকৃতি পেলেও স্কুলটি এখন চলছে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায়। তাঁর নাম খুরশিদ আলম।
গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে খুরশিদ আলমের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের পাহাড়সম অভিযোগ।
স্থানীয় সূত্র জানিয়েছে, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত স্কুলের কোনো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ম্যানেজিং কমিটির কাছে জমা দেননি খুরশিদ আলম। নেই কোনো ভাউচার, নেই ব্যাংক হিসাবের লেনদেন নথি। কমিটি ব্যবস্থা নিতে গেলে তিনি পালিয়ে থাকেন। পরিস্থিতি ঠান্ডা হলে আবার স্কুলে ফিরে আসেন এবং আগের মতোই কর্মকাণ্ড চালিয়ে যান।
ম্যানেজিং কমিটির সাবেক এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধান শিক্ষক খুরশিদ আলম তাঁর ইচ্ছামতো স্কুল চালাচ্ছেন। যেদিন কমিটি হিসাব চাইতো, সেদিন তিনি গা ঢাকা দিতেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসতেন।’
গত ২৯ মে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদে নামে। খোঁজ নিয়ে জানা গেছে, রশিদবিহীন বেতন আদায়, অতিরিক্ত সার্টিফিকেট ফি, সনদে ইচ্ছাকৃত ভুল করে টাকা আদায়, ক্লাস রুটিন না রাখা, স্কুল বন্ধের আগাম নোটিশ না দেওয়া, বাঁশ-ফল বিক্রি এবং অনুদানের টাকা আত্মসাৎ—এসবই এখন এই স্কুলের নিত্যদিনের চিত্র। শিক্ষার্থীরা এসবের প্রতিবাদ জানালে খুরশিদ আলম এবং তার দুই শ্যালক শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, স্কুলের সহকারী শিক্ষকদের ১৩ মাস ধরে বেতন বন্ধ। প্রতিবাদ করায় একাধিক শিক্ষককে মিথ্যা অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে।
অভিযোগ রয়েছে, শামীমা আক্তার ও আরিফ হোসেন নামের দুই সহকারী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিলে তাঁদের মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করা হয়। অব্যাহতির কোনো আনুষ্ঠানিকতা বা নোটিশ ছাড়াই ৩০ মে উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্কুল সভাপতি তাঁর অফিসে ডেকে নিয়ে হাতে দেন অব্যাহতির চিঠি।
৮ম শ্রেণির ছাত্র আবু বক্কর বলে, ‘চোর প্রধান শিক্ষক বিদ্যালয় ধ্বংস করে দিয়েছেন। ষড়যন্ত্র করে দুই শিক্ষককে বের করে দিয়েছেন। কেন তাদের অব্যাহতি, আমরা জানতেও পারলাম না।’
শাহিদা ও ধনপ্রিয়া নামে দুই শিক্ষার্থী বলে, ‘শিক্ষক ধাঁধাঁয় ক্লাস হয় না। সামনে পরীক্ষা। আমাদের ক্ষতির দায় কে নেবে?’
সদ্য অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক আরিফ হোসেন বলেন, ‘ষড়যন্ত্র করে প্রধান শিক্ষক মিথ্যা অভিযোগে আমাকে এবং আরও এক সহকর্মীকে অব্যাহতি দিয়েছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীরাও তার হাতে নিরাপদ নয়। আমাদের বেতন আটকে রেখে তিনি নিজের বেতন ঠিকই তুলে নেন।’
সর্বশেষ, গতকাল রোববারও শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রধান শিক্ষক খুরশিদ আলমের অপসারণ দাবি করে।
এ সব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক খুরশিদ আলম বলেন, ‘এটি একটি চক্রের ষড়যন্ত্র। সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, বিদ্যালয়ের আয় সীমিত। আয় ব্যায় হিসেব মিলে না। আমার নিজেরও বেতন বকেয়া রয়েছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে জোরপূর্বক বের করে শিখিয়ে দেওয়া বক্তব্য দিতে বাধ্য করেছে।’
এ বিষয়ে স্কুলের বর্তমান সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম রয়েছে। শিক্ষকদের বরখাস্তের ঘটনা, বেতন বকেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে ২১ দিনের মধ্যে সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ আজ সোমবার বিকেলে বিদ্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল খাগড়াবিল এলাকার একমাত্র ভরসা খাগড়াবিল জুনিয়র হাই স্কুল। ১৯৯৪ সালে স্থানীয় যুবকদের স্বপ্ন, শ্রম আর নিজেদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই স্কুলটি দুর্গম এলাকার গরিব-অসহায় মানুষের সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছিল। ২০১৮ সালে পাঠদানের অনুমতি এবং ২০২৩ সালে সরকারি স্বীকৃতি পেলেও স্কুলটি এখন চলছে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায়। তাঁর নাম খুরশিদ আলম।
গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে খুরশিদ আলমের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের পাহাড়সম অভিযোগ।
স্থানীয় সূত্র জানিয়েছে, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত স্কুলের কোনো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ম্যানেজিং কমিটির কাছে জমা দেননি খুরশিদ আলম। নেই কোনো ভাউচার, নেই ব্যাংক হিসাবের লেনদেন নথি। কমিটি ব্যবস্থা নিতে গেলে তিনি পালিয়ে থাকেন। পরিস্থিতি ঠান্ডা হলে আবার স্কুলে ফিরে আসেন এবং আগের মতোই কর্মকাণ্ড চালিয়ে যান।
ম্যানেজিং কমিটির সাবেক এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধান শিক্ষক খুরশিদ আলম তাঁর ইচ্ছামতো স্কুল চালাচ্ছেন। যেদিন কমিটি হিসাব চাইতো, সেদিন তিনি গা ঢাকা দিতেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসতেন।’
গত ২৯ মে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদে নামে। খোঁজ নিয়ে জানা গেছে, রশিদবিহীন বেতন আদায়, অতিরিক্ত সার্টিফিকেট ফি, সনদে ইচ্ছাকৃত ভুল করে টাকা আদায়, ক্লাস রুটিন না রাখা, স্কুল বন্ধের আগাম নোটিশ না দেওয়া, বাঁশ-ফল বিক্রি এবং অনুদানের টাকা আত্মসাৎ—এসবই এখন এই স্কুলের নিত্যদিনের চিত্র। শিক্ষার্থীরা এসবের প্রতিবাদ জানালে খুরশিদ আলম এবং তার দুই শ্যালক শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, স্কুলের সহকারী শিক্ষকদের ১৩ মাস ধরে বেতন বন্ধ। প্রতিবাদ করায় একাধিক শিক্ষককে মিথ্যা অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে।
অভিযোগ রয়েছে, শামীমা আক্তার ও আরিফ হোসেন নামের দুই সহকারী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিলে তাঁদের মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করা হয়। অব্যাহতির কোনো আনুষ্ঠানিকতা বা নোটিশ ছাড়াই ৩০ মে উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্কুল সভাপতি তাঁর অফিসে ডেকে নিয়ে হাতে দেন অব্যাহতির চিঠি।
৮ম শ্রেণির ছাত্র আবু বক্কর বলে, ‘চোর প্রধান শিক্ষক বিদ্যালয় ধ্বংস করে দিয়েছেন। ষড়যন্ত্র করে দুই শিক্ষককে বের করে দিয়েছেন। কেন তাদের অব্যাহতি, আমরা জানতেও পারলাম না।’
শাহিদা ও ধনপ্রিয়া নামে দুই শিক্ষার্থী বলে, ‘শিক্ষক ধাঁধাঁয় ক্লাস হয় না। সামনে পরীক্ষা। আমাদের ক্ষতির দায় কে নেবে?’
সদ্য অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক আরিফ হোসেন বলেন, ‘ষড়যন্ত্র করে প্রধান শিক্ষক মিথ্যা অভিযোগে আমাকে এবং আরও এক সহকর্মীকে অব্যাহতি দিয়েছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীরাও তার হাতে নিরাপদ নয়। আমাদের বেতন আটকে রেখে তিনি নিজের বেতন ঠিকই তুলে নেন।’
সর্বশেষ, গতকাল রোববারও শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রধান শিক্ষক খুরশিদ আলমের অপসারণ দাবি করে।
এ সব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক খুরশিদ আলম বলেন, ‘এটি একটি চক্রের ষড়যন্ত্র। সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, বিদ্যালয়ের আয় সীমিত। আয় ব্যায় হিসেব মিলে না। আমার নিজেরও বেতন বকেয়া রয়েছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে জোরপূর্বক বের করে শিখিয়ে দেওয়া বক্তব্য দিতে বাধ্য করেছে।’
এ বিষয়ে স্কুলের বর্তমান সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম রয়েছে। শিক্ষকদের বরখাস্তের ঘটনা, বেতন বকেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে ২১ দিনের মধ্যে সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ আজ সোমবার বিকেলে বিদ্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে