পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে