পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৫ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৭ ঘণ্টা আগে