প্রতিনিধি, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাতে বোতল, লোহা, টিন, পেপার কুড়িয়ে সংসারেল খরচ জোগাতে ব্যস্ত সময় পার করছে পাঁচ কিশোর। সারা দিনে যা উপার্জন করে, তা দিয়ে আবার রাতে বাজার করে ঘরে ফেরে তারা। হকারি করে সারা দিনে একেকজন ১২০ থেকে ২০০ টাকা আয় করে। প্রতিদিনের শুরুটা পাঁচজনের একসঙ্গেই হয়। উপজেলার পথে পথে, অলিতে–গলিতে টোকাইদের মতো তাদের অবাধে বিচরণ চলতে থাকে।
তারা হলো উপজেলার ৩ নম্বর কবাখালী ইউপির আলীনগর এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে রিয়াজ (১০), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ আ. মোতালেব (১১), আব্দুল মজিদ (১৩), মৃত ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিকুল (১৪), হারুনের ছেলে রেদোয়ান (১০)।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়াদম এলাকায় পাঁচ কিশোর দুটি ভ্যান নিয়ে রাস্তা থেকে বোতল, টিনের টুকরো, পেপার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। তারা পাঁচ বন্ধু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হকারি করে। তারা অনেক সময় রাস্তার পাশের বাড়ি বাসা থেকেও পুরোনো ভাঙা টিনের কৌটা, টুকরা সংগ্রহ করে। সারা দিনে তাদের দুটি ভ্যানে ৭০ থেকে ৮০ কেজি পুরোনো টিনের টোকরা, লোহা, পেপার সংগ্রহ করা যায়।
এ বিষয়ে রিয়াজের সঙ্গে কথা হলে সে বলে, `আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম, এখন পড়ি না। পরিবারে বাবা না থাকায় মা আর আমি একসঙ্গে থাকি। তাই সংসার খরচ জোগাতে বন্ধুদের সঙ্গে হকারি করি। দিনে ১০০ থেকে ২০০ টাকা পাই। তা দিয়ে কোনো রকম সংসারের খরচ চলছে।
অন্যদিকে মোতালেব ও মজিদ বলে, আমাদের বাবা নেই। দুই ভাই একসঙ্গে বন্ধুদের সঙ্গে হকারি করি। সারা দিন হকারি করে যা পাই, তা আবার দিন শেষে পাইকারি দরে বিক্রি করি। প্লাস্টিকের বোতল ১০ টাকায় কিনে ১৪ টাকা, প্লাস্টিক ১০ টাকায় কিনে ১৫ টাকা, লোহা ২৮ টাকায় কিনে ৩২ টাকা, টিন ১৮ টাকায় কিনে ২৪ টাকায় বিক্রি করছি।

খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাতে বোতল, লোহা, টিন, পেপার কুড়িয়ে সংসারেল খরচ জোগাতে ব্যস্ত সময় পার করছে পাঁচ কিশোর। সারা দিনে যা উপার্জন করে, তা দিয়ে আবার রাতে বাজার করে ঘরে ফেরে তারা। হকারি করে সারা দিনে একেকজন ১২০ থেকে ২০০ টাকা আয় করে। প্রতিদিনের শুরুটা পাঁচজনের একসঙ্গেই হয়। উপজেলার পথে পথে, অলিতে–গলিতে টোকাইদের মতো তাদের অবাধে বিচরণ চলতে থাকে।
তারা হলো উপজেলার ৩ নম্বর কবাখালী ইউপির আলীনগর এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে রিয়াজ (১০), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ আ. মোতালেব (১১), আব্দুল মজিদ (১৩), মৃত ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিকুল (১৪), হারুনের ছেলে রেদোয়ান (১০)।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়াদম এলাকায় পাঁচ কিশোর দুটি ভ্যান নিয়ে রাস্তা থেকে বোতল, টিনের টুকরো, পেপার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। তারা পাঁচ বন্ধু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হকারি করে। তারা অনেক সময় রাস্তার পাশের বাড়ি বাসা থেকেও পুরোনো ভাঙা টিনের কৌটা, টুকরা সংগ্রহ করে। সারা দিনে তাদের দুটি ভ্যানে ৭০ থেকে ৮০ কেজি পুরোনো টিনের টোকরা, লোহা, পেপার সংগ্রহ করা যায়।
এ বিষয়ে রিয়াজের সঙ্গে কথা হলে সে বলে, `আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম, এখন পড়ি না। পরিবারে বাবা না থাকায় মা আর আমি একসঙ্গে থাকি। তাই সংসার খরচ জোগাতে বন্ধুদের সঙ্গে হকারি করি। দিনে ১০০ থেকে ২০০ টাকা পাই। তা দিয়ে কোনো রকম সংসারের খরচ চলছে।
অন্যদিকে মোতালেব ও মজিদ বলে, আমাদের বাবা নেই। দুই ভাই একসঙ্গে বন্ধুদের সঙ্গে হকারি করি। সারা দিন হকারি করে যা পাই, তা আবার দিন শেষে পাইকারি দরে বিক্রি করি। প্লাস্টিকের বোতল ১০ টাকায় কিনে ১৪ টাকা, প্লাস্টিক ১০ টাকায় কিনে ১৫ টাকা, লোহা ২৮ টাকায় কিনে ৩২ টাকা, টিন ১৮ টাকায় কিনে ২৪ টাকায় বিক্রি করছি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে