আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।
ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’
গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।
ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’
গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে