Ajker Patrika

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিনাকুণ্ডে ঈদ উদ্‌যাপন

ঝিনাইদহ প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিনাকুণ্ডে ঈদ উদ্‌যাপন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ঈদের নামাজ আদায়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

আয়োজকেরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০০৩ সাল থেকে তাঁরা বছরে দুটি ঈদের জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়ণকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়িয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকূপার ভাটই বাজার এলাকার শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামায়াত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন জানান, আগে ঈদের নামাজের আয়োজন করতে হলে থানায় অনুমতি চেয়ে চিঠি দিতে হতো। এখন মোবাইল ফোনে জানিয়ে দিই। প্রথম প্রথম ঈদের জামাত করতে একটু ভয়ে থাকতে হতো, এখন আর সেই ভীতি নেই।

ঈদের জামাতে নামাজ পড়তে আসা সোলাইমান হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডে ঈদের জামাত করে আসছি। আগে শুধু হরিণাকুণ্ডুতেই ঈদের জামাত হতো। এখন পায়রাডাঙ্গা, নিত্যানন্দপুরসহ তিনটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সভাপতি আ ন ম বজলুর রহমান বলেন, ওআইসিভুক্ত দেশগুলোসহ বিশ্বের বেশির ভাগ মুসলিম উম্মাহ আজ ঈদুল আজহা উদ্‌যাপন করছে। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমস্ত মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও ঐক্য কামনায় দোয়া করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত