ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক এনামের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি সাদা গাড়ি উপজেলা পরিষদের গেটের কাছে এসে পৌঁছালে সেখানে থাকা কিছু মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক এনামকে বহনকারী গাড়িতে হামলা করে ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমন সময় পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের ওপর লাঠিপেটা করে।
এনামুল হক এনামের স্বজন বাপ্পি বলেন, ‘রাতে ভোটের ফল প্রকাশের সময় আমাদের উপজেলা পরিষদে আসার জন্য কল দেওয়া হয়। এরপর এনাম ভায়ের সঙ্গে আমরা গাড়িতে করে উপজেলা পরিষদে প্রবেশের প্রধান গেটের কাছে এলে ওখানে থাকা কিছু মানুষ দেখে গাড়ির মধ্যে এনাম বসে আছেন। তারা গাড়ির ওপরে উঠে লাফালাফি করে, এমনকি ইট দিয়ে গাড়ির চারপাশের সম্পূর্ণ গ্লাসগুলো ভেঙে দেয়। গাড়ি পিছিয়ে নিয়ে যেতে চাইলেও যেতে দেয় না। এমন সময় এনাম গাড়ির দরজা খুলে বলেন, তোমরা এগুলো কোরো না, কী হয়েছে আমাকে বলো। সে সময় পুলিশ উপস্থিত হয়ে এনাম ভাইকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়।’ তিনি দাবি করেন, হামলাকারীরা অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের সমর্থক।
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সুজন কুন্ডু বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন এনামুল হক এনাম।

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক এনামের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি সাদা গাড়ি উপজেলা পরিষদের গেটের কাছে এসে পৌঁছালে সেখানে থাকা কিছু মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক এনামকে বহনকারী গাড়িতে হামলা করে ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমন সময় পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের ওপর লাঠিপেটা করে।
এনামুল হক এনামের স্বজন বাপ্পি বলেন, ‘রাতে ভোটের ফল প্রকাশের সময় আমাদের উপজেলা পরিষদে আসার জন্য কল দেওয়া হয়। এরপর এনাম ভায়ের সঙ্গে আমরা গাড়িতে করে উপজেলা পরিষদে প্রবেশের প্রধান গেটের কাছে এলে ওখানে থাকা কিছু মানুষ দেখে গাড়ির মধ্যে এনাম বসে আছেন। তারা গাড়ির ওপরে উঠে লাফালাফি করে, এমনকি ইট দিয়ে গাড়ির চারপাশের সম্পূর্ণ গ্লাসগুলো ভেঙে দেয়। গাড়ি পিছিয়ে নিয়ে যেতে চাইলেও যেতে দেয় না। এমন সময় এনাম গাড়ির দরজা খুলে বলেন, তোমরা এগুলো কোরো না, কী হয়েছে আমাকে বলো। সে সময় পুলিশ উপস্থিত হয়ে এনাম ভাইকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়।’ তিনি দাবি করেন, হামলাকারীরা অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের সমর্থক।
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সুজন কুন্ডু বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন এনামুল হক এনাম।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৭ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৭ ঘণ্টা আগে