Ajker Patrika

মায়ের জন্য মেহেদী কিনে বাড়ি ফেরা হলো না যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৪: ৫০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খেজুরগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কাজল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই অভি হোসেন (১৪)। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুরের আমেরিকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী কিনতে দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

নিহত কাজল কোটচাঁদপুরের মুরুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত অভি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে অভি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভির মা হাসিনা বেগম জানান, কাজল আর অভি চাচাতো ভাই। ঈদের জন্য সকালে মায়ের কাছ থেকে টাকা আর মোটরসাইকেল নিয়ে কাজল অভিকে সঙ্গে নিয়ে মেহেদী কিনতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারেন, ওরা দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর ঘটনাস্থলেই কাজলের মৃত্যুর খবর পান তাঁরা।

স্থানীয়রা বলেন, দেখলাম দুজন মোটরসাইকেল নিয়ে আসছে। এরপর নিযন্ত্রণ হারিয়ে পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এরপর গিয়ে দেখি, একজন মারা গেছে। অন্যজন গুরুতর আহত হয়েছে। তাকে ভ্যানে তুলে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির জামান জানান, আহত কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল করার পর কারোর কোন অভিযোগ না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত