পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রিয়াজ। জন্মের পর শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তখনো শিশুকে ছুঁয়ে দেখা হয়নি তাঁর। তার চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রিয়াজ। বরগুনার বেতাগীতে তাঁর বাড়ি। অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন। বাড়ি পৌঁছানোর আগেই আগুনে প্রাণ হারান রিয়াজ।
রিয়াজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। ২২ দিনের শিশুসন্তানকে বুকে আগলে অনবরত কেঁদে চলেছেন রিয়াজের অসহায় স্ত্রী মুক্তা। বাকশূন্য হয়ে পড়েছেন রিয়াজের বাবা হাবিবুর রহমান।
আজ শনিবার দুপুরে বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিয়াজের বাড়িতে যান বরগুনা ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা। সাংসদকে দেখে চিৎকার করে বিলাপ করতে থাকেন মুক্তা। বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রিয়াজ। এখন আমরা পথে বসে গেছি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’ একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে বৃদ্ধ বাবা হাবিবুর রহমানও বাকরুদ্ধ হয়ে গেছেন।
জানা যায়, প্রথম সন্তানের ১০ বছর পরে ২২ দিন আগে দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে রিয়াজ ও মুক্তা বেগম দম্পতির। জন্মের পর থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুটি। অফিস থেকে ছুটি না পাওয়ায় শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিতে বাড়ি থাকার জন্য গত বৃহস্পতিবার অভিযান-১০ লঞ্চে করে বরগুনার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু ছেলে সিফাতুল্লাহকে ছুঁয়ে দেখার সৌভাগ্য তাঁর হলো না!
সাংসদ সুলতানা নাদিরা রিয়াজের সন্তানের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এ সময় তিনি বলেন, বরগুনার নিহত প্রত্যেক পরিবারকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা করবেন তিনি। পাশাপাশি তাঁদের পরিবারেরও সার্বিক খোঁজখবর নেওয়া হবে।

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রিয়াজ। জন্মের পর শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তখনো শিশুকে ছুঁয়ে দেখা হয়নি তাঁর। তার চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রিয়াজ। বরগুনার বেতাগীতে তাঁর বাড়ি। অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন। বাড়ি পৌঁছানোর আগেই আগুনে প্রাণ হারান রিয়াজ।
রিয়াজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। ২২ দিনের শিশুসন্তানকে বুকে আগলে অনবরত কেঁদে চলেছেন রিয়াজের অসহায় স্ত্রী মুক্তা। বাকশূন্য হয়ে পড়েছেন রিয়াজের বাবা হাবিবুর রহমান।
আজ শনিবার দুপুরে বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিয়াজের বাড়িতে যান বরগুনা ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা। সাংসদকে দেখে চিৎকার করে বিলাপ করতে থাকেন মুক্তা। বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রিয়াজ। এখন আমরা পথে বসে গেছি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’ একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে বৃদ্ধ বাবা হাবিবুর রহমানও বাকরুদ্ধ হয়ে গেছেন।
জানা যায়, প্রথম সন্তানের ১০ বছর পরে ২২ দিন আগে দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে রিয়াজ ও মুক্তা বেগম দম্পতির। জন্মের পর থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুটি। অফিস থেকে ছুটি না পাওয়ায় শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিতে বাড়ি থাকার জন্য গত বৃহস্পতিবার অভিযান-১০ লঞ্চে করে বরগুনার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু ছেলে সিফাতুল্লাহকে ছুঁয়ে দেখার সৌভাগ্য তাঁর হলো না!
সাংসদ সুলতানা নাদিরা রিয়াজের সন্তানের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এ সময় তিনি বলেন, বরগুনার নিহত প্রত্যেক পরিবারকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা করবেন তিনি। পাশাপাশি তাঁদের পরিবারেরও সার্বিক খোঁজখবর নেওয়া হবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে