ঝালকাঠি প্রতিনিধি

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনটি নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজায় এই আয়োজন করে। এইচআরপিবি নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়, তেমনিভাবে প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে।'
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যা সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসী সেলও যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। প্রবাসীদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাইরে থাকা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার প্রভাব অর্থনীতিতে পরবে।
এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোবারক হোসাইন, অসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারিসহ আরও অনেকে। সভায় বিভিন্ন প্রবাসী বক্তারা দেশে তাদের অধিকার বঞ্চনার ঘটনা তুলে ধরেন এবং এর প্রতিকার দাবি করেন।
মতবিনিময় সভা শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার নতুন কমিটি গঠন করা হয়। অ্যাড. ম জাকির মিয়াকে নতুন কমিটির সভাপতি, সহসভাপতি আবদুল হাই কাইয়ুম, এম. রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনটি নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজায় এই আয়োজন করে। এইচআরপিবি নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়, তেমনিভাবে প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে।'
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যা সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসী সেলও যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। প্রবাসীদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাইরে থাকা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার প্রভাব অর্থনীতিতে পরবে।
এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোবারক হোসাইন, অসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারিসহ আরও অনেকে। সভায় বিভিন্ন প্রবাসী বক্তারা দেশে তাদের অধিকার বঞ্চনার ঘটনা তুলে ধরেন এবং এর প্রতিকার দাবি করেন।
মতবিনিময় সভা শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার নতুন কমিটি গঠন করা হয়। অ্যাড. ম জাকির মিয়াকে নতুন কমিটির সভাপতি, সহসভাপতি আবদুল হাই কাইয়ুম, এম. রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২১ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে