Ajker Patrika

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুরে মুখে গামছা বেঁধে কিশোরীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের মামলার আসামি শাকিলকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে নগরীর রূপাতলীতে র‍্যাব-৮ এর সদর দপ্তরের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। 

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এলাকায় র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাকিল রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকের এই ঘটনায় শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

সংবাদ সম্মেলনে র‍্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান বলেন, ঘটনার দিন কিশোরী তার খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। তখন রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল তাকে অনুসরণ করে। কিশোরী উপজেলার বাইপাস মোড় অতিক্রমকালে শাকিল তার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। তারপর পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে পলিয়ে যায়। 

পরবর্তীতে ওই কিশোরীর বাবা শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তাকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত