ঝালকাঠি প্রতিনিধি

সরকারি সার–ধান আত্মসাতের মামলায় ঝালকাঠির কাঠালিয়া আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মিঠু সিকদার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাংগালিয়া গ্রামের শাহ্ আলম সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বছরের এপ্রিল মাসে কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪ জুন আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশা করে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করে। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করে। তার সূত্রধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন–ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।

সরকারি সার–ধান আত্মসাতের মামলায় ঝালকাঠির কাঠালিয়া আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মিঠু সিকদার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাংগালিয়া গ্রামের শাহ্ আলম সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বছরের এপ্রিল মাসে কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪ জুন আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশা করে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করে। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করে। তার সূত্রধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন–ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৪ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩০ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে