ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা ও ছালেহা বেগম এতিমখানায় পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকালে মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এতে কক্ষে থাকা সাত শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ একাধিক স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীদের অভিভাবকেরা মাদ্রাসায় ছুটে আসেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনের জীর্ণ অবস্থার কথা বহুবার জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত একতলা ভবনটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের ফাটল, দুর্বল পিলার ও প্লাস্টার খসে পড়া—এসব প্রায়ই ঘটে থাকে।
মাদ্রাসার সুপার মো. আব্দুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি। আজ শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের মোবাইল ফোনে কল করা হলেও তাঁর সাড়া মেলেনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবনটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা ও ছালেহা বেগম এতিমখানায় পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকালে মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এতে কক্ষে থাকা সাত শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ একাধিক স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীদের অভিভাবকেরা মাদ্রাসায় ছুটে আসেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনের জীর্ণ অবস্থার কথা বহুবার জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত একতলা ভবনটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের ফাটল, দুর্বল পিলার ও প্লাস্টার খসে পড়া—এসব প্রায়ই ঘটে থাকে।
মাদ্রাসার সুপার মো. আব্দুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি। আজ শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের মোবাইল ফোনে কল করা হলেও তাঁর সাড়া মেলেনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবনটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে