ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।
আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।
আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩১ মিনিট আগে