Ajker Patrika

কাঠালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা কারাগারে

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কাঠালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা কারাগারে

ঝালকাঠির কাঠালিয়ায় বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের ৪ ডিসেম্বর কাঠালিয়া বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিলে ককটেল হামলা হয়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সুজন বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদারসহ ৯ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। 

আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তাঁরা আজ সোমবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের মধ্যে দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য ৭ জনের জামিন দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত