যশোর প্রতিনিধি

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এবার মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মতিন জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৮৫৪ জন ছাত্র এবং ৫৮ হাজার ৪৭২ জন ছাত্রী। তাদের মধ্যে ২২ হাজার ৭৭ জন বিজ্ঞান, ৮১ হাজার ৪৭৬ জন মানবিক ও ১২ হাজার ৭৬৪ জন বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য ১৪০টি কেন্দ্র নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় আটটি বেশি।
বোর্ডের চেয়ারম্যান আসমা বেগম জানান, প্রথম দিন বাংলা পরীক্ষা সব কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নকল রোধে বিভিন্ন কেন্দ্রে ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করেছে।
এদিকে দেশে করোনার প্রকোপ থাকায় এবার পরীক্ষাকেন্দ্রে বাড়তি সতর্কতা জারি করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রে প্রবেশের আগে অধিকাংশ পরীক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। ভিড়ের মধ্যে থাকা অভিভাবকদের মুখেও ছিল না মাস্ক। পরে শিক্ষার্থীদের কেন্দ্র থেকে মাস্ক দেওয়া হয়। সেই সঙ্গে স্যানিটাইজারও দিতে দেখা গেছে।
নকল প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোর আশপাশে পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এবার যশোর বোর্ড থেকে ১৩৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন জানান, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের মধ্যে যারা শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে, তারা অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। এ রকম পরীক্ষার্থী রয়েছে ১৪ জন। বাকি ১২০ জন অতিরিক্ত ৩০ মিনিট করে সময় পাচ্ছে। যত্নসহকারে তাদের পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এবার মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মতিন জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৮৫৪ জন ছাত্র এবং ৫৮ হাজার ৪৭২ জন ছাত্রী। তাদের মধ্যে ২২ হাজার ৭৭ জন বিজ্ঞান, ৮১ হাজার ৪৭৬ জন মানবিক ও ১২ হাজার ৭৬৪ জন বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য ১৪০টি কেন্দ্র নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় আটটি বেশি।
বোর্ডের চেয়ারম্যান আসমা বেগম জানান, প্রথম দিন বাংলা পরীক্ষা সব কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নকল রোধে বিভিন্ন কেন্দ্রে ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করেছে।
এদিকে দেশে করোনার প্রকোপ থাকায় এবার পরীক্ষাকেন্দ্রে বাড়তি সতর্কতা জারি করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রে প্রবেশের আগে অধিকাংশ পরীক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। ভিড়ের মধ্যে থাকা অভিভাবকদের মুখেও ছিল না মাস্ক। পরে শিক্ষার্থীদের কেন্দ্র থেকে মাস্ক দেওয়া হয়। সেই সঙ্গে স্যানিটাইজারও দিতে দেখা গেছে।
নকল প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোর আশপাশে পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এবার যশোর বোর্ড থেকে ১৩৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন জানান, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের মধ্যে যারা শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে, তারা অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। এ রকম পরীক্ষার্থী রয়েছে ১৪ জন। বাকি ১২০ জন অতিরিক্ত ৩০ মিনিট করে সময় পাচ্ছে। যত্নসহকারে তাদের পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে