যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সামনের শাহ আবদুল করিম সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পৌরসভা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সরকারি এমএম কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা চত্বরে গিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দেন। একপর্যায়ে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তার একটি প্রতিনিধিদল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। তারা দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বর্ষা মৌসুম এলেই এমএম কলেজের সামনের সড়কসহ আশপাশের কোনো সড়ক দিয়ে চলাচল করা যায় না। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কলেজে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীসহ খড়কী এলাকার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। এক দশকের বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েই আসছে, আমরা আশ্বাস চাই না। কার্যকর ভূমিকা চাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম ফাত্তাহ বলেন, ‘আমরা অনেক আশ্বাস পেয়েছি, সেসব আশ্বাস কার্যকর হয়নি। আমরা সড়কটি সংস্কারের ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে দাবি জানিয়েছিলাম। কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম দেখছি না। এই সড়ক সংস্কারের দাবি কলেজের ৩৮ হাজারের বেশি শিক্ষার্থীদের, এই এলাকার বাসিন্দাদের। শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আজ আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি, আমরা আর আশ্বাস চাই না, আমরা চাই কার্যকর উদ্যোগ।’
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন পলাশ বলেন, ‘জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাব রয়েছে। অল্প বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টি হলে দুই-তিন দিনও লাগে সেই পানি নামতে। বিভিন্ন সময় পৌরসভার দ্বারস্থ হলেও সমাধান হয়নি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী বলেন, ‘গতকাল মঙ্গলবার এমএম কলেজের সামনের সড়ক ও নালা সংস্কারের জন্য সাড়ে ৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে। যেহেতু সড়কটি অনেক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। ফলে যে ঠিকাদার কাজটি পাবেন, দ্রুত সময়ে যাতে কাজ শুরু করেন, সেই নির্দেশনা দেওয়া হবে।’
শুধু শাহ আবদুল করিম সড়কটি নয়, যশোর পৌরসভার অন্তত ৮০টি সড়ক বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় গর্ত সৃষ্টি হয় আর শুষ্ক মৌসুমে বিটুমিনের আস্তরণ উঠে বড় গর্তের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী। এসব সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি।

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সামনের শাহ আবদুল করিম সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পৌরসভা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সরকারি এমএম কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা চত্বরে গিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দেন। একপর্যায়ে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তার একটি প্রতিনিধিদল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। তারা দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বর্ষা মৌসুম এলেই এমএম কলেজের সামনের সড়কসহ আশপাশের কোনো সড়ক দিয়ে চলাচল করা যায় না। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কলেজে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীসহ খড়কী এলাকার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। এক দশকের বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েই আসছে, আমরা আশ্বাস চাই না। কার্যকর ভূমিকা চাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম ফাত্তাহ বলেন, ‘আমরা অনেক আশ্বাস পেয়েছি, সেসব আশ্বাস কার্যকর হয়নি। আমরা সড়কটি সংস্কারের ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে দাবি জানিয়েছিলাম। কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম দেখছি না। এই সড়ক সংস্কারের দাবি কলেজের ৩৮ হাজারের বেশি শিক্ষার্থীদের, এই এলাকার বাসিন্দাদের। শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আজ আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি, আমরা আর আশ্বাস চাই না, আমরা চাই কার্যকর উদ্যোগ।’
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন পলাশ বলেন, ‘জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাব রয়েছে। অল্প বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টি হলে দুই-তিন দিনও লাগে সেই পানি নামতে। বিভিন্ন সময় পৌরসভার দ্বারস্থ হলেও সমাধান হয়নি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী বলেন, ‘গতকাল মঙ্গলবার এমএম কলেজের সামনের সড়ক ও নালা সংস্কারের জন্য সাড়ে ৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে। যেহেতু সড়কটি অনেক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। ফলে যে ঠিকাদার কাজটি পাবেন, দ্রুত সময়ে যাতে কাজ শুরু করেন, সেই নির্দেশনা দেওয়া হবে।’
শুধু শাহ আবদুল করিম সড়কটি নয়, যশোর পৌরসভার অন্তত ৮০টি সড়ক বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় গর্ত সৃষ্টি হয় আর শুষ্ক মৌসুমে বিটুমিনের আস্তরণ উঠে বড় গর্তের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী। এসব সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে