
ভ্যানে সাজানো ফুলকপি, লাউ, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি। এসবের বিক্রেতা দুই হাতে পরেছেন প্লাস্টিকের মোজা, মাথায় দিয়েছেন সুরক্ষা সামগ্রী, মুখে মাস্ক ও পায়ে পরেছেন লম্বা বুট। এমন সুরক্ষিত বেশভূষায় নিজের খেতে উৎপাদিত ‘বিষমুক্ত’ সবজি আজ মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার জননী মার্কেটের সামনে বিক্রি করতে দেখা গেছে মো. আলী হোসেন নামের এক কৃষককে।
আলী হোসেনের বাড়ি ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে। তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগ নিরাপদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করণে কৃষকের ভ্রাম্যমাণ সবজি বাজারে নিজের উৎপাদিত বিষমুক্ত পণ্য বিক্রি করেন। ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায় সারা দেশে দ্বিতীয় হওয়ায় আলী হোসেনকে কৃষি অধিদপ্তর ও মন্ত্রণালয় সম্মাননা স্মারক দেয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার গদখালী ইউনিয়নে ২০টি গ্রুপে প্রায় ৫০০ কৃষক-কৃষাণী বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। তাঁদের প্রতিনিধি কৃষকেরা ‘কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজারে’ সবজি বিক্রি করেন। ওই গ্রুপে বোধখানা গ্রামের প্রতিনিধি হলেন আলী হোসেন।
আজ ঝিকরগাছার জননী মার্কেটের সামনে বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজারে আলী হোসেনকে ছাড়াও সুরক্ষিত বেশভূষায় সবজি বিক্রি করতে দেখা গেছে উপজেলার জাফরনগর গ্রামের রবিউল ইসলাম, বারবাকপুর গ্রামের লালটু হোসেন, বোধখানা গ্রামের ওসমান গনিসহ বেশ কয়েকজন কৃষককে।
আলী হোসেন বলেন, ‘সবজিখেতে কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত নিরাপদভাবে এসব সবজি উৎপাদন করেছি। আমি ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায়ে সারা দেশে দ্বিতীয় হয়েছিলাম। কৃষকের বিষমুক্ত নিরাপদ সবজির হাট বসায় আমাদের জন্য ভালো হলো।’
ভ্রাম্যমাণ বাজারে কথা হয় আরেক সবজিবিক্রেতা রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘খেতের লাউ, বেগুন, কলা ও আলু বিক্রি করতে এসেছিলাম। সব ন্যায্যমূল্যে বিক্রি করেছি। সবজি বিষমুক্ত হওয়ায় অল্পসময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।’
সবজি ক্রেতা মাহবুবুর রহমান বলেন, ‘কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ হাটে অন্য বাজারের চেয়ে ৫-৭ টাকা কেজিতে কম দামে পেয়েছি। আবার এসব সবজি নিরাপদ-টাটকা। সপ্তাহে দুদিন এই হাট বসালে ভালো হয়।’
ভ্রাম্যমাণ বাজারের ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ সবজি পাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে অন্তত ১৪টি সবজি এই বাজারে সরাসরি কৃষক বিক্রি করতে পারছেন।’
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এই বাজার বসবে। ভালো সাড়া পেলে পরবর্তীতে সপ্তাহে দুদিন এবং প্রতি ইউনিয়নে এমন বাজার বসানোর পরিকল্পনা আছে।’

ভ্যানে সাজানো ফুলকপি, লাউ, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি। এসবের বিক্রেতা দুই হাতে পরেছেন প্লাস্টিকের মোজা, মাথায় দিয়েছেন সুরক্ষা সামগ্রী, মুখে মাস্ক ও পায়ে পরেছেন লম্বা বুট। এমন সুরক্ষিত বেশভূষায় নিজের খেতে উৎপাদিত ‘বিষমুক্ত’ সবজি আজ মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার জননী মার্কেটের সামনে বিক্রি করতে দেখা গেছে মো. আলী হোসেন নামের এক কৃষককে।
আলী হোসেনের বাড়ি ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে। তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগ নিরাপদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করণে কৃষকের ভ্রাম্যমাণ সবজি বাজারে নিজের উৎপাদিত বিষমুক্ত পণ্য বিক্রি করেন। ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায় সারা দেশে দ্বিতীয় হওয়ায় আলী হোসেনকে কৃষি অধিদপ্তর ও মন্ত্রণালয় সম্মাননা স্মারক দেয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার গদখালী ইউনিয়নে ২০টি গ্রুপে প্রায় ৫০০ কৃষক-কৃষাণী বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। তাঁদের প্রতিনিধি কৃষকেরা ‘কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজারে’ সবজি বিক্রি করেন। ওই গ্রুপে বোধখানা গ্রামের প্রতিনিধি হলেন আলী হোসেন।
আজ ঝিকরগাছার জননী মার্কেটের সামনে বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজারে আলী হোসেনকে ছাড়াও সুরক্ষিত বেশভূষায় সবজি বিক্রি করতে দেখা গেছে উপজেলার জাফরনগর গ্রামের রবিউল ইসলাম, বারবাকপুর গ্রামের লালটু হোসেন, বোধখানা গ্রামের ওসমান গনিসহ বেশ কয়েকজন কৃষককে।
আলী হোসেন বলেন, ‘সবজিখেতে কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত নিরাপদভাবে এসব সবজি উৎপাদন করেছি। আমি ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায়ে সারা দেশে দ্বিতীয় হয়েছিলাম। কৃষকের বিষমুক্ত নিরাপদ সবজির হাট বসায় আমাদের জন্য ভালো হলো।’
ভ্রাম্যমাণ বাজারে কথা হয় আরেক সবজিবিক্রেতা রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘খেতের লাউ, বেগুন, কলা ও আলু বিক্রি করতে এসেছিলাম। সব ন্যায্যমূল্যে বিক্রি করেছি। সবজি বিষমুক্ত হওয়ায় অল্পসময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।’
সবজি ক্রেতা মাহবুবুর রহমান বলেন, ‘কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ হাটে অন্য বাজারের চেয়ে ৫-৭ টাকা কেজিতে কম দামে পেয়েছি। আবার এসব সবজি নিরাপদ-টাটকা। সপ্তাহে দুদিন এই হাট বসালে ভালো হয়।’
ভ্রাম্যমাণ বাজারের ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ সবজি পাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে অন্তত ১৪টি সবজি এই বাজারে সরাসরি কৃষক বিক্রি করতে পারছেন।’
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এই বাজার বসবে। ভালো সাড়া পেলে পরবর্তীতে সপ্তাহে দুদিন এবং প্রতি ইউনিয়নে এমন বাজার বসানোর পরিকল্পনা আছে।’

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১৬ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৮ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে