যশোর প্রতিনিধি

যশোরে আগুনে পোড়া এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর মুখ থেকে পেট পর্যন্ত আগুনে পোড়া ছিল।
নিহত ব্যক্তির নাম মহসিন হোসেন। তিনি যশোর সদরের নুরপুর গ্রামের মছি মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, মহসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করতে পারেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মহসিন নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ থেকে খবর পাই একটি লাশ শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মহসিনকে এখানে এনে শ্বাসরোধে হত্যার পর আলামত নষ্ট করতে লাশের মুখে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে ফতেপুর এলাকার একটি মসজিদের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। মরদেহের মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোরে আগুনে পোড়া এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর মুখ থেকে পেট পর্যন্ত আগুনে পোড়া ছিল।
নিহত ব্যক্তির নাম মহসিন হোসেন। তিনি যশোর সদরের নুরপুর গ্রামের মছি মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, মহসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করতে পারেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মহসিন নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ থেকে খবর পাই একটি লাশ শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মহসিনকে এখানে এনে শ্বাসরোধে হত্যার পর আলামত নষ্ট করতে লাশের মুখে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে ফতেপুর এলাকার একটি মসজিদের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। মরদেহের মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে