কেশবপুর (যশোর) প্রতিনিধি

কপোতাক্ষ নদের কেশবপুরের চিংড়া-সারসা খেয়াঘাটে দীর্ঘ ৫২ বছর দড়া (দড়ি) টেনে নৌকায় খেয়া পারাপার করে আসছেন বৃদ্ধ জগদীস দাস (৬৫)। তাঁদের তিন পুরুষ এ কাজ করেন। প্রতিদিন ভোর থেকে অধিক রাত পর্যন্ত দড়া টেনে এলাকাবাসীকে কপোতাক্ষ নদ পারাপারে সহযোগিতা করছেন জগদীস দাস।
এলাকাবাসী জানান, দীর্ঘ ১০০ বছর ধরে জগদীস দাসের পূর্বপুরুষেরা দড়া (দড়ি) টেনে নৌকায় খেয়া পারাপার করে আসছেন। নদের দুই পারের মানুষের যাতায়াতের মাধ্যম হচ্ছে এখানকার নৌকা। তীব্র স্রোত বহমান সময়ে বাবা হাজারী লাল দাসের হাত ধরেই তিনি দড়া টেনে খেয়া পারাপার করতে শেখেন। কিন্তু একসময়ের খরস্রোতা কপোতাক্ষ নদে এখন তেমন স্রোত নেই।
বৃদ্ধ জগদীস দাস বলেন, ‘কপোতাক্ষ নদের চিংড়া-সারসা খেয়াঘাটে মাত্র ১২ বছর বয়সে সংসারের হাল ধরতে বাবার সঙ্গে এ কাজ আসি। সেই থেকে প্রায় ৫২ বছর ধরে ভোর থেকে গভীর রাত অবধি কপোতাক্ষ নদে খেয়া পারাপার করে এলাকাবাসীর সহযোগিতা করছি। সংসার চালানোর পাশাপাশি ছেলে নিত্যানন্দ দাস ও ছোট মেয়ে পূজা দাসকে লেখাপড়া করাচ্ছি।’
ছেলে নিত্যানন্দ দাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেছেন। ছোট মেয়ে পূজা দাস সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। এ কাজ করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন জগদীস দাস।
জগদীস দাস আরও বলেন, এলাকাবাসীকে খেয়া পার করে দিয়ে প্রতিদিন আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। জিনিসপত্রের দাম বাড়ায় এই টাকায় এখন আর সংসার চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে সংসার চালাতে বিপাকে পড়তে হচ্ছে।
জগদীসের ছেলে নিত্যানন্দ দাস বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা প্রায় ১০০ বছর ধরে এ কাজ করছেন। বাবার পরে আমরা আর এ কাজ করতে চাই না।’
নিত্যানন্দ দাস আরও বলেন, এই এলাকার জীবনমান উন্নয়নে খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা প্রয়োজন। এখানে সেতু নির্মাণ করলে নদের দুপারের মানুষ উপকৃত হবে।
উপজেলার চিংড়া গ্রামের তছলীম উদ্দিন বলেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ খেয়াঘাট থেকে জগদীসের নৌকায় পারাপার হয়। তিনিই এলাকার মানুষের পারাপারে একমাত্র ভরসা।

কপোতাক্ষ নদের কেশবপুরের চিংড়া-সারসা খেয়াঘাটে দীর্ঘ ৫২ বছর দড়া (দড়ি) টেনে নৌকায় খেয়া পারাপার করে আসছেন বৃদ্ধ জগদীস দাস (৬৫)। তাঁদের তিন পুরুষ এ কাজ করেন। প্রতিদিন ভোর থেকে অধিক রাত পর্যন্ত দড়া টেনে এলাকাবাসীকে কপোতাক্ষ নদ পারাপারে সহযোগিতা করছেন জগদীস দাস।
এলাকাবাসী জানান, দীর্ঘ ১০০ বছর ধরে জগদীস দাসের পূর্বপুরুষেরা দড়া (দড়ি) টেনে নৌকায় খেয়া পারাপার করে আসছেন। নদের দুই পারের মানুষের যাতায়াতের মাধ্যম হচ্ছে এখানকার নৌকা। তীব্র স্রোত বহমান সময়ে বাবা হাজারী লাল দাসের হাত ধরেই তিনি দড়া টেনে খেয়া পারাপার করতে শেখেন। কিন্তু একসময়ের খরস্রোতা কপোতাক্ষ নদে এখন তেমন স্রোত নেই।
বৃদ্ধ জগদীস দাস বলেন, ‘কপোতাক্ষ নদের চিংড়া-সারসা খেয়াঘাটে মাত্র ১২ বছর বয়সে সংসারের হাল ধরতে বাবার সঙ্গে এ কাজ আসি। সেই থেকে প্রায় ৫২ বছর ধরে ভোর থেকে গভীর রাত অবধি কপোতাক্ষ নদে খেয়া পারাপার করে এলাকাবাসীর সহযোগিতা করছি। সংসার চালানোর পাশাপাশি ছেলে নিত্যানন্দ দাস ও ছোট মেয়ে পূজা দাসকে লেখাপড়া করাচ্ছি।’
ছেলে নিত্যানন্দ দাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেছেন। ছোট মেয়ে পূজা দাস সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। এ কাজ করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন জগদীস দাস।
জগদীস দাস আরও বলেন, এলাকাবাসীকে খেয়া পার করে দিয়ে প্রতিদিন আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। জিনিসপত্রের দাম বাড়ায় এই টাকায় এখন আর সংসার চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে সংসার চালাতে বিপাকে পড়তে হচ্ছে।
জগদীসের ছেলে নিত্যানন্দ দাস বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা প্রায় ১০০ বছর ধরে এ কাজ করছেন। বাবার পরে আমরা আর এ কাজ করতে চাই না।’
নিত্যানন্দ দাস আরও বলেন, এই এলাকার জীবনমান উন্নয়নে খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা প্রয়োজন। এখানে সেতু নির্মাণ করলে নদের দুপারের মানুষ উপকৃত হবে।
উপজেলার চিংড়া গ্রামের তছলীম উদ্দিন বলেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ খেয়াঘাট থেকে জগদীসের নৌকায় পারাপার হয়। তিনিই এলাকার মানুষের পারাপারে একমাত্র ভরসা।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৪ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৭ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে