বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন স্থলবন্দর ব্যবহারকারী পাসপোর্টধারীরা।
প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী পারাপার হন। এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বেনাপোল বন্দরে আটকা পড়েছেন ভারতফেরত কয়েক শ পাসপোর্টধারী।
গতকাল স্থলবন্দরে পাসপোর্টধারী কবির হোসেন বলেন, ‘পাসপোর্টধারীদের নিরাপত্তা ও সেবার কথা বিবেচনা করে সরকার বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করেছে। এখন এ টার্মিনালে যাত্রীসেবা বন্ধ করে দেওয়ায় সীমাহীন দুর্ভোগ বেড়েছে। পৌর বাস টার্মিনালে নিরাপত্তাসংকট রয়েছে।’ ছিনতাইসহ প্রতারণার শিকার হচ্ছেন তাঁরা।
পরিবহন ব্যবসায়ীরা জানান, ভারতগামী পাসপোর্টধারীদের সেবায় বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন তাঁরা। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে গত বৃহস্পতিবার বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দেয়। তবে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীবাহী রাতের বাসগুলো বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতে পারবে বলে জানানো হয়। কিন্তু হঠাৎ গত শুক্রবার রাতে কোনো বাস চেকপোস্টে ঢুকতে দেওয়া হয়নি। এতে যাত্রীদের ভোগান্তি এবং ব্যবসার ক্ষতির প্রতিবাদে তাঁরা সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
বেনাপোল চেকপোস্ট এলাকায় শ্যামলী এনআর বাস কাউন্টারের স্টাফ মনজিল হোসেন জানান, যাত্রী ভোগান্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ না থাকার কারণে বেনাপোল রুটে কোনো বাস ছাড়েনি। মালিকপক্ষের নির্দেশ পেলে পরিবহনসেবা আবারও শুরু করবেন তাঁরা।
বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান বলেন, ‘প্রথম দিন অনেকে বুঝতে না পারায় কিছুটা ভুল হতে পারে। পরে রাত ১০টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দূরপাল্লার বাসগুলো বেনাপোল বন্দর চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, এতে ধর্মঘটকারীরা ধর্মঘট তুলে নেবেন।’

যশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন স্থলবন্দর ব্যবহারকারী পাসপোর্টধারীরা।
প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী পারাপার হন। এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বেনাপোল বন্দরে আটকা পড়েছেন ভারতফেরত কয়েক শ পাসপোর্টধারী।
গতকাল স্থলবন্দরে পাসপোর্টধারী কবির হোসেন বলেন, ‘পাসপোর্টধারীদের নিরাপত্তা ও সেবার কথা বিবেচনা করে সরকার বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করেছে। এখন এ টার্মিনালে যাত্রীসেবা বন্ধ করে দেওয়ায় সীমাহীন দুর্ভোগ বেড়েছে। পৌর বাস টার্মিনালে নিরাপত্তাসংকট রয়েছে।’ ছিনতাইসহ প্রতারণার শিকার হচ্ছেন তাঁরা।
পরিবহন ব্যবসায়ীরা জানান, ভারতগামী পাসপোর্টধারীদের সেবায় বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন তাঁরা। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে গত বৃহস্পতিবার বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দেয়। তবে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীবাহী রাতের বাসগুলো বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতে পারবে বলে জানানো হয়। কিন্তু হঠাৎ গত শুক্রবার রাতে কোনো বাস চেকপোস্টে ঢুকতে দেওয়া হয়নি। এতে যাত্রীদের ভোগান্তি এবং ব্যবসার ক্ষতির প্রতিবাদে তাঁরা সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
বেনাপোল চেকপোস্ট এলাকায় শ্যামলী এনআর বাস কাউন্টারের স্টাফ মনজিল হোসেন জানান, যাত্রী ভোগান্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ না থাকার কারণে বেনাপোল রুটে কোনো বাস ছাড়েনি। মালিকপক্ষের নির্দেশ পেলে পরিবহনসেবা আবারও শুরু করবেন তাঁরা।
বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান বলেন, ‘প্রথম দিন অনেকে বুঝতে না পারায় কিছুটা ভুল হতে পারে। পরে রাত ১০টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দূরপাল্লার বাসগুলো বেনাপোল বন্দর চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, এতে ধর্মঘটকারীরা ধর্মঘট তুলে নেবেন।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে