কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে দুদিন ধরে শামীম আজাদের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এর পর থেকে পলাতক রয়েছেন শামীম আজাদ। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতারা।
গত বুধবার বেলা ১১টা থেকে ওই তরুণী (২০) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শামীমের বাড়িতে অবস্থান নেন। শামীম ওই গ্রামের জাকাত আলী মোড়লের ছেলে এবং তরুণীর বাড়ি গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, কলেজে পড়াকালীন চার বছর আগে মুঠোফোনের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত শামীম। চলতি বছরের ৬ আগস্ট খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়িতে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে করে শামীম।
ওই তরুণী আরও বলেন, শামীম ফায়ার সার্ভিসে চাকরির কথা বলে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে নিতে বললে শামীম যোগাযোগ বন্ধ করে দেয়। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে শামীমের বাড়িতে বুধবার থেকে অবস্থান নিতে হয়। মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না।
এ বিষয়ে জানতে শামীমের মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শামীমের বাবা জাকাত আলী মোড়ল বলেন, ‘তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে খোলা তালাকও হয়ে গেছে।’
সুফলকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম পাটোয়ারি বলেন, স্ত্রীর স্বীকৃতি পেতে দুই দিন ধরে ওই তরুণী শামীমের বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ওই বাড়িতে তরুণী রয়েছে বলে। তবে ওই তরুণীকে তালাকও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাশ বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই তরুণীকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

যশোরের কেশবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে দুদিন ধরে শামীম আজাদের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এর পর থেকে পলাতক রয়েছেন শামীম আজাদ। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতারা।
গত বুধবার বেলা ১১টা থেকে ওই তরুণী (২০) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শামীমের বাড়িতে অবস্থান নেন। শামীম ওই গ্রামের জাকাত আলী মোড়লের ছেলে এবং তরুণীর বাড়ি গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, কলেজে পড়াকালীন চার বছর আগে মুঠোফোনের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত শামীম। চলতি বছরের ৬ আগস্ট খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়িতে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে করে শামীম।
ওই তরুণী আরও বলেন, শামীম ফায়ার সার্ভিসে চাকরির কথা বলে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে নিতে বললে শামীম যোগাযোগ বন্ধ করে দেয়। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে শামীমের বাড়িতে বুধবার থেকে অবস্থান নিতে হয়। মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না।
এ বিষয়ে জানতে শামীমের মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শামীমের বাবা জাকাত আলী মোড়ল বলেন, ‘তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে খোলা তালাকও হয়ে গেছে।’
সুফলকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম পাটোয়ারি বলেন, স্ত্রীর স্বীকৃতি পেতে দুই দিন ধরে ওই তরুণী শামীমের বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ওই বাড়িতে তরুণী রয়েছে বলে। তবে ওই তরুণীকে তালাকও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাশ বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই তরুণীকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৯ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪১ মিনিট আগে