Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: বর্ষপূর্তির দিনে যশোরের আহ্বায়কেরও পদত্যাগ

­যশোর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খান ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খান ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জুলাইয়ের প্রথম প্রহরে গতকাল সোমবার দিবাগত রাতে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার কথা জানান। এ নিয়ে কমিটির ৯ জন নেতা পদত্যাগ করলেন। এ ছাড়া সদস্যসচিবের পদও স্থগিত রয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও এর ছাত্র কিংবা যুব উইংয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

পদত্যাগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করেননি রাশেদ। এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে কল করা হলেও কোনো সাড়া দেননি।

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তির দিনে জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণায় হতবাক হয়েছেন নিজ দলের নেতা-কর্মীরা। মুহূর্তের মধ্যে তাঁর ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অনেকে পক্ষে-বিপক্ষ নিয়ে আলোচনা-সমালোচনাও করছেন।

জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মোর্শেদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্যের যশোরের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে জেলা কমিটির অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ। এর পরের সপ্তাহে ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হয়েছে, এমন অভিযোগ তুলে আরও ৭ নেতা পদত্যাগ করেন। সর্বশেষ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের জেরে সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েন।

দলের নেতা–কর্মীরা জানিয়েছে, গত বছরে কোটা আন্দোলনের প্রথম থেকেই যশোরে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান। বাম ঘরানার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই শিক্ষার্থী জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে তিনি জেলায় তীব্র আন্দোলন গড়ে তোলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর কমিটির দায়িত্বভার তুলে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাশেদের এই পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জন উঠেছে, আগামী কয়েক দিনের মধ্যে জেলা কমিটির আরও ডজনখানেক নেতা পদত্যাগ করতে যাচ্ছেন। তাঁরা সবাই রাশেদের অনুসারী হিসেবেই পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত