বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তপথে চামড়া পাচার রোধে ঈদের দিন থেকে সাত দিন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি ও পুলিশের টহল। পাচার ঠেকাতে সীমান্ত সড়কে প্রবেশকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সীমান্তে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভির রহমান বলেন, কোরবানি পশুর চামড়া যাতে কোনোভাবে পাচার হতে না পারে, সে জন্য সীমান্তের বিশেষ বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ এসেছে বিজিবি সদর দপ্তর থেকে। ইতিমধ্যে এসব পয়েন্ট চিহ্নিত করে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহর থেকে যাতে চামড়া সহজেই সীমান্তে পৌঁছাতে না পারে, তার জন্য বিজিবি চেক পয়েন্টগুলোতে নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহন বিজিবির তল্লাশির আওতায় থাকবে। পাচারের সম্ভাবনা দেখা দিলে নির্ধারিত সাত দিন শেষেও এই নিরাপত্তা থাকবে বলে তিনি জানান।
এদিকে চামড়ার সাধারণ বিক্রেতারা জানান, সরকারনির্ধারিত মূল্য তাঁরা বাজারে পাচ্ছেন না। গরুর চামড়া ২০০ থেকে ৩০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। আর ছাগলের চামড়া বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। চাহিদা বাড়ায় লবণের দামও কেজিতে ৫ টাকা বাড়িয়ে দেওয়ায় চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা অজুহাত দেখাচ্ছেন, চামড়ার মান ভালো না হওয়ায় তাঁরা নির্ধারিত দামে কিনতে পারছেন না।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি তাঁরাও কাজ করছেন। সীমান্ত অভিমুখে কোনো যানবাহন প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ ও সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
জানা যায়, বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত। তবে দেশে গেল কয়েক বছর ধরে চামড়ার দাম খুবই কম যাচ্ছে। এ কারণে বেশি লাভের আশায় সীমান্তপথে চামড়া পাচারের প্রবণতা আছে অনেক ব্যবসায়ীর মধ্যে। আগে যশোরের বেনাপোল সীমান্তে কোরবানির পশুর চামড়া আটকের ঘটনাও ঘটেছে একাধিকবার। এ কারণে এই এলাকা দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও পুলিশ।
উল্লেখ্য, এ বছর ঢাকায় বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা, ঢাকর জন্য এটা ৪৫–৪৮ টাকা। এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

যশোরের বেনাপোল সীমান্তপথে চামড়া পাচার রোধে ঈদের দিন থেকে সাত দিন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি ও পুলিশের টহল। পাচার ঠেকাতে সীমান্ত সড়কে প্রবেশকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সীমান্তে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভির রহমান বলেন, কোরবানি পশুর চামড়া যাতে কোনোভাবে পাচার হতে না পারে, সে জন্য সীমান্তের বিশেষ বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ এসেছে বিজিবি সদর দপ্তর থেকে। ইতিমধ্যে এসব পয়েন্ট চিহ্নিত করে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহর থেকে যাতে চামড়া সহজেই সীমান্তে পৌঁছাতে না পারে, তার জন্য বিজিবি চেক পয়েন্টগুলোতে নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহন বিজিবির তল্লাশির আওতায় থাকবে। পাচারের সম্ভাবনা দেখা দিলে নির্ধারিত সাত দিন শেষেও এই নিরাপত্তা থাকবে বলে তিনি জানান।
এদিকে চামড়ার সাধারণ বিক্রেতারা জানান, সরকারনির্ধারিত মূল্য তাঁরা বাজারে পাচ্ছেন না। গরুর চামড়া ২০০ থেকে ৩০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। আর ছাগলের চামড়া বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। চাহিদা বাড়ায় লবণের দামও কেজিতে ৫ টাকা বাড়িয়ে দেওয়ায় চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা অজুহাত দেখাচ্ছেন, চামড়ার মান ভালো না হওয়ায় তাঁরা নির্ধারিত দামে কিনতে পারছেন না।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি তাঁরাও কাজ করছেন। সীমান্ত অভিমুখে কোনো যানবাহন প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ ও সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
জানা যায়, বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত। তবে দেশে গেল কয়েক বছর ধরে চামড়ার দাম খুবই কম যাচ্ছে। এ কারণে বেশি লাভের আশায় সীমান্তপথে চামড়া পাচারের প্রবণতা আছে অনেক ব্যবসায়ীর মধ্যে। আগে যশোরের বেনাপোল সীমান্তে কোরবানির পশুর চামড়া আটকের ঘটনাও ঘটেছে একাধিকবার। এ কারণে এই এলাকা দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও পুলিশ।
উল্লেখ্য, এ বছর ঢাকায় বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা, ঢাকর জন্য এটা ৪৫–৪৮ টাকা। এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৬ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২১ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৩ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৬ মিনিট আগে