বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দরে আলিফ নামের একটি ট্রান্সপোর্ট অফিসের তালাবদ্ধ কক্ষে সংরক্ষণে রাখা ককটেলের বিস্ফোরণ হয়েছে। এ সময় ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারটি ককটেল ও চারটি হাতবোমাসহ যুবলীগের কর্মী লিটন হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। তবে ভোরে বিস্ফোরণ ঘটায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটক লিটন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি বন্দর থেকে মাছের ট্রাকে ব্যবহৃত শোলা ও তুষ কেনাবেচা করতেন। শোলা লিটন হিসেবে বন্দরে তাঁর পরিচিতি রয়েছে।
বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, আজ ভোরে হঠাৎ বন্দরের পাশের একটি ভবনের ট্রান্সপোর্ট অফিসে বিকট শব্দ শুনতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। তারা এসে ট্রান্সপোর্ট অফিসে আগুন নেভায়। পরে তারা বিস্ফোরণ হওয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ককটেল তৈরির সরঞ্জাম পড়ে রয়েছে। দেয়াল ধস ও অফিসের শাটার খুলে রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিস্ফোরণ হওয়া ভবনের মালিক হাবি সরদার জানান, শোলা লিটন ট্রান্সপোর্ট ব্যবসার কথা বলে তাঁর কাছ থেকে ঘর ভাড়া নেন তিন বছর আগে। কিন্তু এই ঘরে বোমা তৈরি করত তা জানতেন না। বিস্ফোরণের ঘটনায় ট্রান্সপোর্ট অফিসসহ ভবনটির আরও দুটি প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে গা ঢাকা দেন লিটন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ঘণ্টার মধ্যে তাঁকে আটক করে।
প্রতিবেশী আলতাফ হোসেন বলেন, রাতের ঘটনায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে মানুষ। দিনের বেলা বিস্ফোরণ ঘটলে অনেক মানুষ হতাহত হতো। ট্রান্সপোর্ট ব্যবসায়ী লিটনের নামে এলাকায় নানান অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিভিন্ন মহলকে ম্যানেজ করে অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।
বেনাপোল পোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে হাতবোমা ও ককটেলসহ আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি ককটেল সংগ্রহ করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

যশোরের বেনাপোল বন্দরে আলিফ নামের একটি ট্রান্সপোর্ট অফিসের তালাবদ্ধ কক্ষে সংরক্ষণে রাখা ককটেলের বিস্ফোরণ হয়েছে। এ সময় ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারটি ককটেল ও চারটি হাতবোমাসহ যুবলীগের কর্মী লিটন হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। তবে ভোরে বিস্ফোরণ ঘটায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটক লিটন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি বন্দর থেকে মাছের ট্রাকে ব্যবহৃত শোলা ও তুষ কেনাবেচা করতেন। শোলা লিটন হিসেবে বন্দরে তাঁর পরিচিতি রয়েছে।
বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, আজ ভোরে হঠাৎ বন্দরের পাশের একটি ভবনের ট্রান্সপোর্ট অফিসে বিকট শব্দ শুনতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। তারা এসে ট্রান্সপোর্ট অফিসে আগুন নেভায়। পরে তারা বিস্ফোরণ হওয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ককটেল তৈরির সরঞ্জাম পড়ে রয়েছে। দেয়াল ধস ও অফিসের শাটার খুলে রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিস্ফোরণ হওয়া ভবনের মালিক হাবি সরদার জানান, শোলা লিটন ট্রান্সপোর্ট ব্যবসার কথা বলে তাঁর কাছ থেকে ঘর ভাড়া নেন তিন বছর আগে। কিন্তু এই ঘরে বোমা তৈরি করত তা জানতেন না। বিস্ফোরণের ঘটনায় ট্রান্সপোর্ট অফিসসহ ভবনটির আরও দুটি প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে গা ঢাকা দেন লিটন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ঘণ্টার মধ্যে তাঁকে আটক করে।
প্রতিবেশী আলতাফ হোসেন বলেন, রাতের ঘটনায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে মানুষ। দিনের বেলা বিস্ফোরণ ঘটলে অনেক মানুষ হতাহত হতো। ট্রান্সপোর্ট ব্যবসায়ী লিটনের নামে এলাকায় নানান অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিভিন্ন মহলকে ম্যানেজ করে অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।
বেনাপোল পোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে হাতবোমা ও ককটেলসহ আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি ককটেল সংগ্রহ করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১৭ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২০ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩৭ মিনিট আগে