মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের টাকা বহনকারী একটি প্রাইভেট কার আটকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের বেগারিতলা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে ভেতরে অবস্থান করা নগদের একজন শাখা ব্যবস্থাপক ও প্রাইভেট কারের চালককে মারধর করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশসহ গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিন জানা গেছে, নগদের যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম শহরের মাইকপট্টি কার্যালয় থেকে হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা ব্যাগভর্তি করে প্রাইভেট কারে তা মনিরামপুর শাখা কার্যালয়ে পৌঁছে দিতে আসছিলেন। প্রাইভেট কারটিকে কুয়াদা বাজার পার হয়ে বেগারিতলা জামতলা মোড়ে এলে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে গতিরোধ করেন। এরপর ওই দুই যুবক প্রাইভেট কারের গ্লাস ভেঙে চালক সাজুসহ ব্যবস্থাপক রবিউল ইসলামকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় এ সময় সড়কে লোকজনের চলাচল কম ছিল।
প্রাইভেট কারের চালক সাজু বলেন, ‘কুয়াদা বাজার ছেড়ে আসার পর মোটরসাইকেলে দুই যুবক আমাদের পিছু নেন। জামতলা মোড়ে এলে মোটরসাইকেল আমাদের সামনে আড় করে দিতে গিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেলটি প্রাইভেট কারের সামনের অংশের সঙ্গে আটকে যায়। তখন আমি গাড়ি সামনে বাড়াতে পারিনি।’
সাজু আরও বলেন, ‘এরপর মোটরসাইকেলের দুজন উঠে এসে চাপাতি দিয়ে কুপিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে আমাদের মারধর করতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সটকে পড়ে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। এই ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।’

যশোরের মনিরামপুরে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের টাকা বহনকারী একটি প্রাইভেট কার আটকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের বেগারিতলা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে ভেতরে অবস্থান করা নগদের একজন শাখা ব্যবস্থাপক ও প্রাইভেট কারের চালককে মারধর করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশসহ গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিন জানা গেছে, নগদের যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম শহরের মাইকপট্টি কার্যালয় থেকে হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা ব্যাগভর্তি করে প্রাইভেট কারে তা মনিরামপুর শাখা কার্যালয়ে পৌঁছে দিতে আসছিলেন। প্রাইভেট কারটিকে কুয়াদা বাজার পার হয়ে বেগারিতলা জামতলা মোড়ে এলে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে গতিরোধ করেন। এরপর ওই দুই যুবক প্রাইভেট কারের গ্লাস ভেঙে চালক সাজুসহ ব্যবস্থাপক রবিউল ইসলামকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় এ সময় সড়কে লোকজনের চলাচল কম ছিল।
প্রাইভেট কারের চালক সাজু বলেন, ‘কুয়াদা বাজার ছেড়ে আসার পর মোটরসাইকেলে দুই যুবক আমাদের পিছু নেন। জামতলা মোড়ে এলে মোটরসাইকেল আমাদের সামনে আড় করে দিতে গিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেলটি প্রাইভেট কারের সামনের অংশের সঙ্গে আটকে যায়। তখন আমি গাড়ি সামনে বাড়াতে পারিনি।’
সাজু আরও বলেন, ‘এরপর মোটরসাইকেলের দুজন উঠে এসে চাপাতি দিয়ে কুপিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে আমাদের মারধর করতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সটকে পড়ে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। এই ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।’

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৭ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩৬ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে