চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ইটভাটায় মাটি মজুত করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের তানজিলা অটো ব্রিকস কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটা মালিককে কয়েকবার সতর্ক করে প্রশাসন। কিন্তু তারা সতর্কতা না মেনে চৌগাছা-যশোর মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর মাটি ফেলে যান চলাচলে বিঘ্নের সৃষ্টি করে। ফরে মাটি ফেলার কারণে বর্ষা ও শীত মৌসুমে সড়কে কাঁদা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া ভাটার অনুমতি সীমার বেশি এলাকায় অবৈধভাবে কৃষি ও সমতল জমির বিপুল পরিমাণ মাটি জমা করে রাখা, পরিবেশ ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ছাড়পত্র না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়। এরপরও ভাটা কর্তৃপক্ষ জরিমানার টাকা দিতে গড়িমসি শুরু করেন। পরে কারাদণ্ডাদেশ কার্যকরের প্রস্তুতি নেওয়া হলে জরিমানার টাকা পরিশোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমতি ছাড়া অবৈধভাবে সমতল ও ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে মজুত করে রাখা, কাগজপত্রের মেয়াদ না থাকা, বিভিন্ন সনদের শর্ত না মানা, মাটি ফেলে যান চলাচলে বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘উপজেলার সব ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ভাটায় অবৈধভাবে খেজুর গাছ পোড়ানো, মাটি মজুত রাখা ও কাগজপত্র না থাকা ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের চৌগাছায় ইটভাটায় মাটি মজুত করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের তানজিলা অটো ব্রিকস কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটা মালিককে কয়েকবার সতর্ক করে প্রশাসন। কিন্তু তারা সতর্কতা না মেনে চৌগাছা-যশোর মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর মাটি ফেলে যান চলাচলে বিঘ্নের সৃষ্টি করে। ফরে মাটি ফেলার কারণে বর্ষা ও শীত মৌসুমে সড়কে কাঁদা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া ভাটার অনুমতি সীমার বেশি এলাকায় অবৈধভাবে কৃষি ও সমতল জমির বিপুল পরিমাণ মাটি জমা করে রাখা, পরিবেশ ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ছাড়পত্র না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়। এরপরও ভাটা কর্তৃপক্ষ জরিমানার টাকা দিতে গড়িমসি শুরু করেন। পরে কারাদণ্ডাদেশ কার্যকরের প্রস্তুতি নেওয়া হলে জরিমানার টাকা পরিশোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমতি ছাড়া অবৈধভাবে সমতল ও ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে মজুত করে রাখা, কাগজপত্রের মেয়াদ না থাকা, বিভিন্ন সনদের শর্ত না মানা, মাটি ফেলে যান চলাচলে বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘উপজেলার সব ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ভাটায় অবৈধভাবে খেজুর গাছ পোড়ানো, মাটি মজুত রাখা ও কাগজপত্র না থাকা ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে