
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। আজ সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়ন সংগ্রহকারী তিন নেতা হলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও মনিরামপুরের প্রয়াত সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন সুলতান সাদাব।
অন্যদিকে আজ (সোমবার) নৌকার মনোনীত প্রার্থী সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তৃণমূল বিএনপির হয়েও মনোনয়ন সংগ্রহ করেছেন আবু নসর মোহাম্মদ মোস্তফা।
এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রার্থীরা নিজেই ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী আবুল কালাম আজাদ। ইউএনও জাকির হোসেন কার্যালয়ে না থাকায় তাঁর পক্ষে সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম বিতরণের কাজে নিয়োজিত ছিলেন।
আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আমাদের দপ্তর থেকে নৌকার প্রার্থীসহ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ১৩ জন নৌকার টিকিট চেয়েছিলেন। তাঁদের মধ্যে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের মনোনয়ন প্রত্যাশী অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় অনেকে স্বতন্ত্র নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। আজ সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়ন সংগ্রহকারী তিন নেতা হলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও মনিরামপুরের প্রয়াত সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন সুলতান সাদাব।
অন্যদিকে আজ (সোমবার) নৌকার মনোনীত প্রার্থী সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তৃণমূল বিএনপির হয়েও মনোনয়ন সংগ্রহ করেছেন আবু নসর মোহাম্মদ মোস্তফা।
এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রার্থীরা নিজেই ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী আবুল কালাম আজাদ। ইউএনও জাকির হোসেন কার্যালয়ে না থাকায় তাঁর পক্ষে সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম বিতরণের কাজে নিয়োজিত ছিলেন।
আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আমাদের দপ্তর থেকে নৌকার প্রার্থীসহ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ১৩ জন নৌকার টিকিট চেয়েছিলেন। তাঁদের মধ্যে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের মনোনয়ন প্রত্যাশী অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় অনেকে স্বতন্ত্র নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে