যশোর প্রতিনিধি

ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (২৯ জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে ‘বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটি’। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) যশোরে সঞ্চালন লাইন স্থাপন করছে। এই লাইনের একটি অংশ যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকা হয়ে যাবে। এরই অংশ হিসেবে প্রায় ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার বসানো হচ্ছে।
কিন্তু এসব জমির মালিকদের কোনো পূর্ববার্তা বা অনুমতি না নিয়ে, ক্ষতিপূরণ ছাড়াই জোর করে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান—এমন অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর আশপাশের জমির দাম বেড়ে যায়। অনেকে সঞ্চয় ভেঙে জমি কিনেছেন। এখন প্রতি শতক জমির দাম ৮ থেকে ২০ লাখ টাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইন বসালে এসব জমির ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।
তারা দাবি করেন, সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সব জমি বাজারমূল্যে অধিগ্রহণ করতে হবে। তা না হলে তারা যেকোনো মূল্যে কাজ প্রতিরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ।

ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (২৯ জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে ‘বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটি’। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) যশোরে সঞ্চালন লাইন স্থাপন করছে। এই লাইনের একটি অংশ যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকা হয়ে যাবে। এরই অংশ হিসেবে প্রায় ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার বসানো হচ্ছে।
কিন্তু এসব জমির মালিকদের কোনো পূর্ববার্তা বা অনুমতি না নিয়ে, ক্ষতিপূরণ ছাড়াই জোর করে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান—এমন অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর আশপাশের জমির দাম বেড়ে যায়। অনেকে সঞ্চয় ভেঙে জমি কিনেছেন। এখন প্রতি শতক জমির দাম ৮ থেকে ২০ লাখ টাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইন বসালে এসব জমির ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।
তারা দাবি করেন, সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সব জমি বাজারমূল্যে অধিগ্রহণ করতে হবে। তা না হলে তারা যেকোনো মূল্যে কাজ প্রতিরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে