বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তায় যশোরের বেনাপোল বন্দরে সম্প্রতি স্থাপিত স্ক্যানিং মেশিন পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কাজী মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাতায়াতব্যবস্থাও ঘুরে দেখেন।
আজ মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোস্তাফিজুর রহমান এই পরিদর্শনে অংশ নেন। এ ধরনের পরিদর্শন সীমান্তবাণিজ্য নিরাপত্তাব্যবস্থা ও পাসপোর্টধারী যাতায়াত গতিশীল করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বাণিজ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান জানান, বাণিজ্য সহজীকরণে বেনাপোল বন্দরের শূন্য রেখায় গত নভেম্বরে চালু করা হয় কার্গোভেহিকেল টার্মিনাল। এর ফলে দ্রুত সময়ে ভারতের পেট্রাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ পথে কেউ যাতে বৈধ পণ্যের সঙ্গে অবৈধ পণ্য প্রবেশ করাতে না পারে, সে জন্য বাণিজ্য নিরাপত্তায় স্ক্যানিং মেশিন স্থাপন করছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ জানান, বন্দরে আগে যে স্ক্যানিং মেশিন আছে, সেটি প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এতে অসাধু ব্যবসায়ীরা বৈধ পণ্যের সঙ্গে চোরাই পণ্য আনছেন। অনেক সময় বৈধ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে থাকেন। নতুন স্থাপিত স্ক্যানিং মেশিন বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা সন্দেহজনক ট্রাকগুলো বন্দর অতিক্রমের আগে স্ক্যানিং মেশিনে তোলা হবে। এতে সহজেই শনাক্ত করা যাবে ট্রাকে থাকা মিথ্যা ঘোষণা বা আমদানি নিষিদ্ধ পণ্য চালান। সীমান্ত বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে স্ক্যানিং মেশিন। খুব দ্রুত শুরু হবে স্ক্যানিং কার্যক্রম।
বন্দর পরিদর্শনের সময় এনবিআর সদস্যের সঙ্গে ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার ও স্ক্যানিং মেশিন পরিচালনায় নিয়োগ করা ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান জুলফিকর রহমানসহ বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা।

ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তায় যশোরের বেনাপোল বন্দরে সম্প্রতি স্থাপিত স্ক্যানিং মেশিন পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কাজী মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাতায়াতব্যবস্থাও ঘুরে দেখেন।
আজ মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোস্তাফিজুর রহমান এই পরিদর্শনে অংশ নেন। এ ধরনের পরিদর্শন সীমান্তবাণিজ্য নিরাপত্তাব্যবস্থা ও পাসপোর্টধারী যাতায়াত গতিশীল করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বাণিজ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান জানান, বাণিজ্য সহজীকরণে বেনাপোল বন্দরের শূন্য রেখায় গত নভেম্বরে চালু করা হয় কার্গোভেহিকেল টার্মিনাল। এর ফলে দ্রুত সময়ে ভারতের পেট্রাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ পথে কেউ যাতে বৈধ পণ্যের সঙ্গে অবৈধ পণ্য প্রবেশ করাতে না পারে, সে জন্য বাণিজ্য নিরাপত্তায় স্ক্যানিং মেশিন স্থাপন করছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ জানান, বন্দরে আগে যে স্ক্যানিং মেশিন আছে, সেটি প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এতে অসাধু ব্যবসায়ীরা বৈধ পণ্যের সঙ্গে চোরাই পণ্য আনছেন। অনেক সময় বৈধ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে থাকেন। নতুন স্থাপিত স্ক্যানিং মেশিন বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা সন্দেহজনক ট্রাকগুলো বন্দর অতিক্রমের আগে স্ক্যানিং মেশিনে তোলা হবে। এতে সহজেই শনাক্ত করা যাবে ট্রাকে থাকা মিথ্যা ঘোষণা বা আমদানি নিষিদ্ধ পণ্য চালান। সীমান্ত বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে স্ক্যানিং মেশিন। খুব দ্রুত শুরু হবে স্ক্যানিং কার্যক্রম।
বন্দর পরিদর্শনের সময় এনবিআর সদস্যের সঙ্গে ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার ও স্ক্যানিং মেশিন পরিচালনায় নিয়োগ করা ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান জুলফিকর রহমানসহ বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে