যশোর প্রতিনিধি

যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে যশোর পৌরসভা ম্যুরালটি ভাঙার কাজ শুরু করে। স্থানটিতে এখন নির্মিত হবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’। আগামীকাল সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
এর আগে দুই দফা ম্যুরালটি ছাত্র-জনতা ভাঙচুর করে। গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন আংশিক ভাঙচুর করে ম্যুরালে ইসলামিক গ্রাফিতি সেঁটে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাতুড়ি-শাবল ও একটি এক্সকাভেটর দিয়ে ভাঙার চেষ্টা শুরু করে তারা। সেবারও সম্পূর্ণ ভাঙতে পারেনি। এবার তৃতীয় দফায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ম্যুরালটি। ২০১২ সালে শহরের বকুলতলা মোড়ে ২৯ লাখ ৯ হাজার ৯৫ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল হোসেন বলেন, ‘ম্যুরালটি ভাঙার পর স্মৃতিসৌধ এলাকায় থাকা প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে, যাতে ওই অঞ্চলের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখে।’ বিষয়টি নিয়ে যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পের জন্য ১৪ লাখ টাকার বাজেট নির্ধারিত হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। তিনি বলেন, ‘২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলো এ স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে। এসব স্লোগানের মধ্য দিয়ে প্রতিফলিত হবে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে আন্দোলনের শক্তি কতটা যুগান্তকারী হতে পারে। স্মৃতিসৌধটির নির্মাণ শেষ হলে এটি যশোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।’
জেলা প্রশাসন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও জেলার মুক্তিযোদ্ধাদের বরাতে জানা গেছে, ২০০৯ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানকে সম্মান ও শ্রদ্ধাঞ্জলি জানাতে যশোরের চৌরাস্তায় মুক্তিযোদ্ধা অশোক রায় কালো কাপড়ের ওপর কাগজে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরাল তৈরি করেন। এ অস্থায়ী ম্যুরালেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বিষয়টি তৎকালীন জেলা প্রশাসক মহিবুল হককে জানানো হলে তিনি যশোরের সুধী সমাজের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে অস্থায়ী ম্যুরাল পরিদর্শন করেন। এ সময় তিনি অস্থায়ী ম্যুরালের স্থায়ী রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর দুদিন পর ১৭ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মনিরামপুর উপজেলার তৎকালীন চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য যশোরে ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ স্থাপনের প্রস্তাব করেন। ১৬ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন শৈল্পিক অবয়বের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালের নকশা তৈরি করেন বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের ছাত্রী তাসনিভা রহমান মুমু। ম্যুরালশিল্পী হিসেবে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ। ম্যুরালটি পরিপূর্ণ রূপ লাভ করে ২০১২ সালের শেষ দিকে।

যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে যশোর পৌরসভা ম্যুরালটি ভাঙার কাজ শুরু করে। স্থানটিতে এখন নির্মিত হবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’। আগামীকাল সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
এর আগে দুই দফা ম্যুরালটি ছাত্র-জনতা ভাঙচুর করে। গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন আংশিক ভাঙচুর করে ম্যুরালে ইসলামিক গ্রাফিতি সেঁটে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাতুড়ি-শাবল ও একটি এক্সকাভেটর দিয়ে ভাঙার চেষ্টা শুরু করে তারা। সেবারও সম্পূর্ণ ভাঙতে পারেনি। এবার তৃতীয় দফায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ম্যুরালটি। ২০১২ সালে শহরের বকুলতলা মোড়ে ২৯ লাখ ৯ হাজার ৯৫ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল হোসেন বলেন, ‘ম্যুরালটি ভাঙার পর স্মৃতিসৌধ এলাকায় থাকা প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে, যাতে ওই অঞ্চলের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখে।’ বিষয়টি নিয়ে যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পের জন্য ১৪ লাখ টাকার বাজেট নির্ধারিত হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। তিনি বলেন, ‘২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলো এ স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে। এসব স্লোগানের মধ্য দিয়ে প্রতিফলিত হবে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে আন্দোলনের শক্তি কতটা যুগান্তকারী হতে পারে। স্মৃতিসৌধটির নির্মাণ শেষ হলে এটি যশোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।’
জেলা প্রশাসন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও জেলার মুক্তিযোদ্ধাদের বরাতে জানা গেছে, ২০০৯ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানকে সম্মান ও শ্রদ্ধাঞ্জলি জানাতে যশোরের চৌরাস্তায় মুক্তিযোদ্ধা অশোক রায় কালো কাপড়ের ওপর কাগজে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরাল তৈরি করেন। এ অস্থায়ী ম্যুরালেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বিষয়টি তৎকালীন জেলা প্রশাসক মহিবুল হককে জানানো হলে তিনি যশোরের সুধী সমাজের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে অস্থায়ী ম্যুরাল পরিদর্শন করেন। এ সময় তিনি অস্থায়ী ম্যুরালের স্থায়ী রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর দুদিন পর ১৭ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মনিরামপুর উপজেলার তৎকালীন চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য যশোরে ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ স্থাপনের প্রস্তাব করেন। ১৬ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন শৈল্পিক অবয়বের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালের নকশা তৈরি করেন বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের ছাত্রী তাসনিভা রহমান মুমু। ম্যুরালশিল্পী হিসেবে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ। ম্যুরালটি পরিপূর্ণ রূপ লাভ করে ২০১২ সালের শেষ দিকে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে