সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রী লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তারাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে না পাড়ায় লজ্জা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে।
লাবনী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাবনীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে। পরীক্ষা দিতে বেতন ফি বাবদ লাভনীকে ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থীকে অপমান-অপদস্থ হতে হয়েছে। এ কারণে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা না নিয়ে বিদ্যালয়ে যাবে না বলে বায়না ধরে লাবনী।
এদিকে লাবনীর মা-বাবা অর্ধেক টাকা জোগাড় করে দিলেও কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হয়নি সে। পরে সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
লাবনীর মা ফাহিমা বেগম ও বাবা লাল মিয়া জানান, পরীক্ষার জন্য অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করতে না পারলে লজ্জা দেওয়া হবে সে ভয়ে স্কুলে যায়নি লাবনী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উজ্জল মিয়া বলেন, ‘মেয়ের বেতন দিতে একদিন দেরি হয়েছিল। এ কারণে আমার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’
তারাকান্দি গ্রামের বাসিন্দা হাবু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো বিষয়ে এক টাকাও কম নেন না। তার কাছে কোনো অনুরোধই কাজে আসে না।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, বেতন দিতে না পারায় লাভনী আত্মহত্যা করেছে।
অভিযোগের বিষয়ে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, ‘বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোনো বিষয় করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রী লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তারাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে না পাড়ায় লজ্জা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে।
লাবনী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাবনীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে। পরীক্ষা দিতে বেতন ফি বাবদ লাভনীকে ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থীকে অপমান-অপদস্থ হতে হয়েছে। এ কারণে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা না নিয়ে বিদ্যালয়ে যাবে না বলে বায়না ধরে লাবনী।
এদিকে লাবনীর মা-বাবা অর্ধেক টাকা জোগাড় করে দিলেও কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হয়নি সে। পরে সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
লাবনীর মা ফাহিমা বেগম ও বাবা লাল মিয়া জানান, পরীক্ষার জন্য অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করতে না পারলে লজ্জা দেওয়া হবে সে ভয়ে স্কুলে যায়নি লাবনী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উজ্জল মিয়া বলেন, ‘মেয়ের বেতন দিতে একদিন দেরি হয়েছিল। এ কারণে আমার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’
তারাকান্দি গ্রামের বাসিন্দা হাবু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো বিষয়ে এক টাকাও কম নেন না। তার কাছে কোনো অনুরোধই কাজে আসে না।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, বেতন দিতে না পারায় লাভনী আত্মহত্যা করেছে।
অভিযোগের বিষয়ে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, ‘বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোনো বিষয় করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২১ মিনিট আগে