Ajker Patrika

বকশীগঞ্জ পৌর নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ পৌর নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা 

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তারা। 

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯-২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ইভিএমে ভোটগ্রহণ হবে।’ 

মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন–উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্যসচিব ফখরুজ্জামান মতিন ও আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ৩৫ হাজার ৫১৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫০৯ ও নারী ভোটার ১৬ হাজার ৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত