ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন—জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন এবং ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল।
এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। নির্বাচন ঘিরে তাঁরাও সরব রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১২ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এর মধ্যে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসলেও বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে আসছি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরম সংগ্রহ করেছি।’
জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার, কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’
ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি।’
এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আশা রাখি, সফল হতে পারব।’

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন—জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন এবং ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল।
এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। নির্বাচন ঘিরে তাঁরাও সরব রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১২ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এর মধ্যে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসলেও বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে আসছি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরম সংগ্রহ করেছি।’
জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার, কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’
ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি।’
এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আশা রাখি, সফল হতে পারব।’

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
১৯ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২০ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
৪৪ মিনিট আগে