জামালপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। ১ এপ্রিল তিনি অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হন।
সংবাদ সম্মেলনে সিরাজুল হক দাবি করেন, তাঁর ছেলেকে মারধর করে দলীয় কার্যালয়ে আটকে রাখা হয়। এ কারণে তিনি অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ছেলেকে উদ্ধার করেন। তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন তাঁর সম্মান ক্ষুণ্ন করতে সত্য উপেক্ষা করে একটি অংশের ভিডিও সাংবাদিকদের সরবরাহ করে অপপ্রচার চালিয়েছেন।
সিরাজুল হক বলেন, ‘আমি ১৯৯১ সালে জামালপুর সদর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছি। আমি জানি না, এমন কোনো কাজ করেছি কি না, যা দল বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তবে সম্প্রতি দলের অফিসে গিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নেতা-কর্মীদের হুমকির যে অভিযোগ গণমাধ্যমে এসেছে, তা শুনে আমি মর্মাহত হয়েছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘শহরের স্টেশন রোডে সফি মিয়ার বাজার মোড়ে আমার বাবার কেনা সম্পত্তিতে টিনশেড ঘরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ওয়ারেছ আলী মামুনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই অফিসটি মামুন ব্যক্তিগতভাবে ব্যবহার করতে শুরু করেন। যেখানে তাঁর অনুসারী ছাড়া অন্য কোনো নেতা-কর্মী ঢুকতে পারেন না। ১৮ বছর ধরে আমি যদি অফিসটির ভাড়া নিতাম, তবে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ টাকা হতো। তবে আমি এটি বিনা মূল্যে দলের জন্য দিয়েছিলাম। কিন্তু বর্তমানে এটি তাঁর ব্যক্তিগত চেম্বারে পরিণত হয়েছে।’
সিরাজুল হক বলেন, ‘ওয়ারেছ আলী মামুন দীর্ঘ ১৭ বছর ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং তাঁর পরিবারের অনেক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জামালপুর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদসহ বিভিন্ন দখল-দস্যুতার বিষয়ে। তাঁর বিরুদ্ধে ভূমি দস্যুতার একাধিক অভিযোগ রয়েছে। আমি নিজেও তাঁর ভূমি দস্যুতার শিকার হয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। ১ এপ্রিল তিনি অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হন।
সংবাদ সম্মেলনে সিরাজুল হক দাবি করেন, তাঁর ছেলেকে মারধর করে দলীয় কার্যালয়ে আটকে রাখা হয়। এ কারণে তিনি অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ছেলেকে উদ্ধার করেন। তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন তাঁর সম্মান ক্ষুণ্ন করতে সত্য উপেক্ষা করে একটি অংশের ভিডিও সাংবাদিকদের সরবরাহ করে অপপ্রচার চালিয়েছেন।
সিরাজুল হক বলেন, ‘আমি ১৯৯১ সালে জামালপুর সদর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছি। আমি জানি না, এমন কোনো কাজ করেছি কি না, যা দল বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তবে সম্প্রতি দলের অফিসে গিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নেতা-কর্মীদের হুমকির যে অভিযোগ গণমাধ্যমে এসেছে, তা শুনে আমি মর্মাহত হয়েছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘শহরের স্টেশন রোডে সফি মিয়ার বাজার মোড়ে আমার বাবার কেনা সম্পত্তিতে টিনশেড ঘরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ওয়ারেছ আলী মামুনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই অফিসটি মামুন ব্যক্তিগতভাবে ব্যবহার করতে শুরু করেন। যেখানে তাঁর অনুসারী ছাড়া অন্য কোনো নেতা-কর্মী ঢুকতে পারেন না। ১৮ বছর ধরে আমি যদি অফিসটির ভাড়া নিতাম, তবে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ টাকা হতো। তবে আমি এটি বিনা মূল্যে দলের জন্য দিয়েছিলাম। কিন্তু বর্তমানে এটি তাঁর ব্যক্তিগত চেম্বারে পরিণত হয়েছে।’
সিরাজুল হক বলেন, ‘ওয়ারেছ আলী মামুন দীর্ঘ ১৭ বছর ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং তাঁর পরিবারের অনেক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জামালপুর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদসহ বিভিন্ন দখল-দস্যুতার বিষয়ে। তাঁর বিরুদ্ধে ভূমি দস্যুতার একাধিক অভিযোগ রয়েছে। আমি নিজেও তাঁর ভূমি দস্যুতার শিকার হয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
১ ঘণ্টা আগে