Ajker Patrika

বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল মাতব্বরের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 
বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল মাতব্বরের
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থামাতে গিয়ে আজিজ সর্দার (৬০) নামে এক মাতব্বরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের আব্দুল সালামের সঙ্গে ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল করিম মণ্ডলের বিরোধ চলছিল। আজ সকালে ওই বিরোধপূর্ণ জমি চাষ করতে যান আব্দুল সালম ও তার লোকজন। এতে আব্দুল করিম মণ্ডল ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেখানে গিয়ে স্থানীয় মাতব্বর আজিজ সর্দার বিরোধ মেটানোর চেষ্টা করেন। এ সময় আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে আজিজ সর্দারকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি পাশে রাখা কোদালের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, ‘আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত মানুষ। রেভা বেগমের ধাক্কাতেই শ্বশুরের মৃত্যু হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত