সরিষাবাড়ী ও জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পার্শ্ববর্তী মাদারগঞ্জের রায়েরছড়া বাজার এলাকায় গৃহবধূ তানজিনা আক্তারকে (১৮) ‘হত্যাকারীদের’ দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রায়েরছড়া বাজারে আয়োজিত এক মানববন্ধনে তাঁর স্বজন ও এলাকাবাসী এ দাবি জানায়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন মতিউর রহমান, রফিকুল ইসলাম মৃধা, বাদল মিয়া, লাইলী বেগম, কবুরী বেগম, ফিরোজা বেগম প্রমুখ।
জানা গেছে, মাদারগঞ্জের সিঁধুলী ইউনিয়নের সদরাবাড়ী গ্রামের আমির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সঙ্গে তিন বছর আগে একই ইউনিয়নের চর লোটাবার গ্রামের তারা মিয়ার মেয়ে তানজিনা আক্তারের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে তানজিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে হেলাল ও তাঁর পরিবারের লোকজন। পরে মেয়ের বাবা তারা মিয়া হেলাল উদ্দিনকে ১ লাখ টাকা ও একটি মোটরসাইকেল কিনে দেন। কিছুদিন পর হেলাল বিদেশে যাবেন বলে শ্বশুরের কাছে আবারও টাকা দাবি করেন। এ দফায় তারা মিয়া সাড়ে ৩ লাখ টাকা দেওয়া হয়। এক বছর আগে হেলাল উদ্দিন সৌদি আরবে চলে যান।
বিদেশে যাওয়ার কিছুদিন পর আবারও ২০ হাজার টাকা দাবি করেন হেলাল উদ্দিন। তানজিনার বাবা তারা মিয়া এবার টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে হেলাল উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে তানজিনার ওপর নির্যাতন শুরু করে। গত ১ মার্চ বিকেলে তানজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বজনদের দাবি, তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হেলালের পরিবারের লোকজন।
এ ঘটনায় তানজিনা আক্তারের মা রিক্তা বেগম বাদী হয়ে গত ২ মার্চ মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আটজনকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
তানজিনার বাবা তারা মিয়া বলেন, ‘কয়েক দফায় হেলাল ও তার পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা দেওয়া হয়। তারপরও তারা আমার মেয়ের ওপর নির্যাতন করেছে। পাষণ্ডরা আমার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।’
এ বিষয়ে শ্যামগঞ্জের কালীবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তানজিনার স্বজনদের অভিযোগ, গত ১ মার্চ বিকেলে তানজিনার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে হেলালের পরিবার। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানজিনার মৃত্যু হয়। কিন্তু ঘটনা আড়াল করতে তানজিনা গলায় ফাঁস দিয়েছেন বলে প্রচার চালানো হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পার্শ্ববর্তী মাদারগঞ্জের রায়েরছড়া বাজার এলাকায় গৃহবধূ তানজিনা আক্তারকে (১৮) ‘হত্যাকারীদের’ দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রায়েরছড়া বাজারে আয়োজিত এক মানববন্ধনে তাঁর স্বজন ও এলাকাবাসী এ দাবি জানায়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন মতিউর রহমান, রফিকুল ইসলাম মৃধা, বাদল মিয়া, লাইলী বেগম, কবুরী বেগম, ফিরোজা বেগম প্রমুখ।
জানা গেছে, মাদারগঞ্জের সিঁধুলী ইউনিয়নের সদরাবাড়ী গ্রামের আমির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সঙ্গে তিন বছর আগে একই ইউনিয়নের চর লোটাবার গ্রামের তারা মিয়ার মেয়ে তানজিনা আক্তারের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে তানজিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে হেলাল ও তাঁর পরিবারের লোকজন। পরে মেয়ের বাবা তারা মিয়া হেলাল উদ্দিনকে ১ লাখ টাকা ও একটি মোটরসাইকেল কিনে দেন। কিছুদিন পর হেলাল বিদেশে যাবেন বলে শ্বশুরের কাছে আবারও টাকা দাবি করেন। এ দফায় তারা মিয়া সাড়ে ৩ লাখ টাকা দেওয়া হয়। এক বছর আগে হেলাল উদ্দিন সৌদি আরবে চলে যান।
বিদেশে যাওয়ার কিছুদিন পর আবারও ২০ হাজার টাকা দাবি করেন হেলাল উদ্দিন। তানজিনার বাবা তারা মিয়া এবার টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে হেলাল উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে তানজিনার ওপর নির্যাতন শুরু করে। গত ১ মার্চ বিকেলে তানজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বজনদের দাবি, তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হেলালের পরিবারের লোকজন।
এ ঘটনায় তানজিনা আক্তারের মা রিক্তা বেগম বাদী হয়ে গত ২ মার্চ মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আটজনকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
তানজিনার বাবা তারা মিয়া বলেন, ‘কয়েক দফায় হেলাল ও তার পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা দেওয়া হয়। তারপরও তারা আমার মেয়ের ওপর নির্যাতন করেছে। পাষণ্ডরা আমার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।’
এ বিষয়ে শ্যামগঞ্জের কালীবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তানজিনার স্বজনদের অভিযোগ, গত ১ মার্চ বিকেলে তানজিনার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে হেলালের পরিবার। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানজিনার মৃত্যু হয়। কিন্তু ঘটনা আড়াল করতে তানজিনা গলায় ফাঁস দিয়েছেন বলে প্রচার চালানো হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে