রকিব হাসান নয়ন, মেলান্দহ (জামালপুর)

ভাগনির বিয়েতে অংশ নিতে গত বৃহস্পতিবার স্ত্রী ঝরনা (২৮), ছেলে জাকারিয়া (৩) ও মেয়ে জান্নাতুলকে (৬) নিয়ে ঢাকায় যান জাহিদ ইসলাম। গত শনিবার ভাগনি রিয়া মনি বিয়ের অনুষ্ঠান শেষে দুই সন্তান ও স্ত্রীকে রেখে জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে চলে আসেন তিনি। কিন্তু কে জানত স্ত্রী ও সন্তানদের সঙ্গে শনিবারের দেখাই ছিল তাঁর শেষ দেখা।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় হঠাৎ জাহিদের মোবাইলে কল আসে। জানতে পারেন রাজধানীর উত্তরার দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তান হারিয়েছেন জাহিদ। ক’দিন আগেও স্ত্রী সন্তানদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল যে বাড়ির আঙিনা মুহূর্তেই সেই ভিটে মাটিতে নেমে আসে শোকের মাতম।
স্ত্রী ও সন্তানদের হারিয়ে জাহিদ ইসলাম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একটু জ্ঞান ফিরলেই জাকারিয়া ও জান্নাতুলের নাম ধরে চিৎকার দিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলছেন। শুধু বলছেন, ‘আল্লাহ আমাকেও কেন তাদের সাথে নিলো না। আমাকে কেন বাঁচিয়ে রাখল। আমি তাদেরকে ঢাকায় রেখে কেনো আগেই আমি বাড়িতে এসেছিলাম, আল্লাহ তুমি এখন আমাকেও নিয়ে যাও।’
কান্না জড়িত কণ্ঠে জাহিদ ইসলাম বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি কেন একসঙ্গে তাদেরকে বাড়িতে নিয়ে আসলাম না। আমি তো জাকারিয়া ও জান্নাতুলকে ছাড়া বাঁচতে পারব না, আমি এখন কই যামু আল্লাহ আমাকে নিয়ে যাও!’
নিহত ঝরনার শাশুড়ি জবেদা বলেন, ‘আমার বড় ছেলে জহুরুল ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেল। এখন দুই নাতি ছেলে বউকে হারাতে হলো। আমাদের আর কেউ রইল না। আমরা একাই রইলাম।’
নিহতের চাচা শ্বশুর আবুল হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার তাদের বাড়িতে ফিরে আসার কথা ছিল। তারা ফিরবে ঠিকই, তবে লাশ হয়ে। কিন্তু কেন? এই ঘটনার পরিণতির জন্য দায়ী কে? আমি তাদের শাস্তি চাই। অন্য কিছু না।’
নিহতর স্বজন একরামুল বলেন, ‘নিহতদের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত ও পুলিশি আইনি প্রক্রিয়া বিকেল সাড়ে ৪টা দিকে শেষ হবে। তাদের মরদেহ বাড়িতে আসছে রাত সাড়ে ৮টা লাগতে পারে। এরপর এলাকার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড়ে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাগনির বিয়েতে অংশ নিতে গত বৃহস্পতিবার স্ত্রী ঝরনা (২৮), ছেলে জাকারিয়া (৩) ও মেয়ে জান্নাতুলকে (৬) নিয়ে ঢাকায় যান জাহিদ ইসলাম। গত শনিবার ভাগনি রিয়া মনি বিয়ের অনুষ্ঠান শেষে দুই সন্তান ও স্ত্রীকে রেখে জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে চলে আসেন তিনি। কিন্তু কে জানত স্ত্রী ও সন্তানদের সঙ্গে শনিবারের দেখাই ছিল তাঁর শেষ দেখা।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় হঠাৎ জাহিদের মোবাইলে কল আসে। জানতে পারেন রাজধানীর উত্তরার দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তান হারিয়েছেন জাহিদ। ক’দিন আগেও স্ত্রী সন্তানদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল যে বাড়ির আঙিনা মুহূর্তেই সেই ভিটে মাটিতে নেমে আসে শোকের মাতম।
স্ত্রী ও সন্তানদের হারিয়ে জাহিদ ইসলাম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একটু জ্ঞান ফিরলেই জাকারিয়া ও জান্নাতুলের নাম ধরে চিৎকার দিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলছেন। শুধু বলছেন, ‘আল্লাহ আমাকেও কেন তাদের সাথে নিলো না। আমাকে কেন বাঁচিয়ে রাখল। আমি তাদেরকে ঢাকায় রেখে কেনো আগেই আমি বাড়িতে এসেছিলাম, আল্লাহ তুমি এখন আমাকেও নিয়ে যাও।’
কান্না জড়িত কণ্ঠে জাহিদ ইসলাম বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি কেন একসঙ্গে তাদেরকে বাড়িতে নিয়ে আসলাম না। আমি তো জাকারিয়া ও জান্নাতুলকে ছাড়া বাঁচতে পারব না, আমি এখন কই যামু আল্লাহ আমাকে নিয়ে যাও!’
নিহত ঝরনার শাশুড়ি জবেদা বলেন, ‘আমার বড় ছেলে জহুরুল ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেল। এখন দুই নাতি ছেলে বউকে হারাতে হলো। আমাদের আর কেউ রইল না। আমরা একাই রইলাম।’
নিহতের চাচা শ্বশুর আবুল হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার তাদের বাড়িতে ফিরে আসার কথা ছিল। তারা ফিরবে ঠিকই, তবে লাশ হয়ে। কিন্তু কেন? এই ঘটনার পরিণতির জন্য দায়ী কে? আমি তাদের শাস্তি চাই। অন্য কিছু না।’
নিহতর স্বজন একরামুল বলেন, ‘নিহতদের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত ও পুলিশি আইনি প্রক্রিয়া বিকেল সাড়ে ৪টা দিকে শেষ হবে। তাদের মরদেহ বাড়িতে আসছে রাত সাড়ে ৮টা লাগতে পারে। এরপর এলাকার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড়ে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে