বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার দড়িপাড়া গ্রামে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে তিনজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকু মণি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই খুকু মণি মারা যান। একই দিন এই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তাঁর দুই ছেলে সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয়। তাঁর দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে।’
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বলেন, মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরে আছে দড়িপাড়া গ্রাম। স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল টিম কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার দড়িপাড়া গ্রামে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে তিনজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকু মণি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই খুকু মণি মারা যান। একই দিন এই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তাঁর দুই ছেলে সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয়। তাঁর দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে।’
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বলেন, মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরে আছে দড়িপাড়া গ্রাম। স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল টিম কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে