Ajker Patrika

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী

জামালপুর প্রতিনিধি 
জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী
প্রবেশপত্র না পেয়ে জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী। তাঁরা সবাই জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রবেশপত্র না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। এ সময় প্রতিষ্ঠানটির সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ আত্মগোপনে চলে যায়।

গতকাল বুধবার (২৫ জুন) রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেও পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে হট্টগোল করেন। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ অর্থ নিয়েছে, কিন্তু তাঁদের পরীক্ষার জন্য কোনো কাগজপত্র দেয়নি।

ঘটনার পর থেকে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবনে তালা লাগানো অবস্থায় রয়েছে। সরিয়ে ফেলা হয়েছে সাইনবোর্ডও। কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বছর জামালপুর জেলায় ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত