ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবা-মায়ের দোয়া নিতে নিজ বাড়ি যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারিমুল ইসলাম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি এলাকার সামিউল হকের ছেলে। আগামীকাল রোববার সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আজ শনিবার বিকেলে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার জামালপুর-ইসলামপুর সড়কের মির্জা আজম চত্বর এলাকায় বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরে পশ্চিম নয়াপাড়া এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন কারিমুল।
গতকাল বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় শহর থেকে ইসলামপুরের নিজ বাড়িতে বাবা-মায়ের কাছে দোয়া নিতে যাচ্ছিলেন। শহরের মির্জা আজম চত্বর এলাকায় পৌঁছানোর পর ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘অজ্ঞাতনামা হিসেবে কারিমুলের লাশটি হাসপাতালের মর্গে রাখা হয় এবং পরিচয় শনাক্তের জন্য তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এরপর আজ দুপুরে স্বজনেরা মৃত্যুর বিষয়টি জানতে পেরে তাঁর লাশ শনাক্ত করেন।’
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অজ্ঞাতনামা হিসেবে ওই ছাত্রের লাশটি মর্গে ছিল। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবা-মায়ের দোয়া নিতে নিজ বাড়ি যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারিমুল ইসলাম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি এলাকার সামিউল হকের ছেলে। আগামীকাল রোববার সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আজ শনিবার বিকেলে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার জামালপুর-ইসলামপুর সড়কের মির্জা আজম চত্বর এলাকায় বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরে পশ্চিম নয়াপাড়া এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন কারিমুল।
গতকাল বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় শহর থেকে ইসলামপুরের নিজ বাড়িতে বাবা-মায়ের কাছে দোয়া নিতে যাচ্ছিলেন। শহরের মির্জা আজম চত্বর এলাকায় পৌঁছানোর পর ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘অজ্ঞাতনামা হিসেবে কারিমুলের লাশটি হাসপাতালের মর্গে রাখা হয় এবং পরিচয় শনাক্তের জন্য তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এরপর আজ দুপুরে স্বজনেরা মৃত্যুর বিষয়টি জানতে পেরে তাঁর লাশ শনাক্ত করেন।’
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অজ্ঞাতনামা হিসেবে ওই ছাত্রের লাশটি মর্গে ছিল। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
৩০ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩৪ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে