মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ফি কমানোর দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনায় এ দাবি জানান। পরে বার্ষিক ফি কমানোর দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত রোববার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কয়েক দফা তালাবদ্ধ করে রাখেন। ফিশারিজ বিভাগের আবাসিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক ফি ২২ হাজার ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১৭ হাজার টাকা ধরা হয়। বার্ষিক ফি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের জন্য তাঁরা এই আন্দোলন করেন।
ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ফি ৫ হাজার টাকা হলেও তাঁদের ফিশারিজ বিভাগের ফি ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়। ফি ১০ হাজার টাকা নির্ধারণ করার জন্য তিন দিন ধরে আন্দোলন চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘অন্যান্য বিভাগের সেশন ফি ৫ হাজার টাকা হলেও আমাদের ফিশারিজ বিভাগের ফি এত বেশি ধরা হয়েছে। মূলত এই ফি কমানোর জন্যই আন্দোলন করা হয়েছে। আন্দোলনরত অবস্থায় প্রশাসনিক ভবন কয়েকবার তালাবদ্ধ করা হয়েছে।’
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার বলেন, ‘ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা ফি কমানোর জন্য আন্দোলন করে। অন্যান্য বিভাগের তুলনায় ফিশারিজ বিভাগের খরচ বেশি। ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় ভ্রমণে যেতে হয়। তাই ফিশারিজ বিভাগে খরচ বেশি হয়।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের খরচ একটু বেশি হয়। শিক্ষার্থীরা ফি কমানোর দাবি জানালে তাঁদের দাবি মেনে নেওয়া হয়।

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ফি কমানোর দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনায় এ দাবি জানান। পরে বার্ষিক ফি কমানোর দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত রোববার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কয়েক দফা তালাবদ্ধ করে রাখেন। ফিশারিজ বিভাগের আবাসিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক ফি ২২ হাজার ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১৭ হাজার টাকা ধরা হয়। বার্ষিক ফি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের জন্য তাঁরা এই আন্দোলন করেন।
ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ফি ৫ হাজার টাকা হলেও তাঁদের ফিশারিজ বিভাগের ফি ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়। ফি ১০ হাজার টাকা নির্ধারণ করার জন্য তিন দিন ধরে আন্দোলন চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘অন্যান্য বিভাগের সেশন ফি ৫ হাজার টাকা হলেও আমাদের ফিশারিজ বিভাগের ফি এত বেশি ধরা হয়েছে। মূলত এই ফি কমানোর জন্যই আন্দোলন করা হয়েছে। আন্দোলনরত অবস্থায় প্রশাসনিক ভবন কয়েকবার তালাবদ্ধ করা হয়েছে।’
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার বলেন, ‘ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা ফি কমানোর জন্য আন্দোলন করে। অন্যান্য বিভাগের তুলনায় ফিশারিজ বিভাগের খরচ বেশি। ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় ভ্রমণে যেতে হয়। তাই ফিশারিজ বিভাগে খরচ বেশি হয়।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের খরচ একটু বেশি হয়। শিক্ষার্থীরা ফি কমানোর দাবি জানালে তাঁদের দাবি মেনে নেওয়া হয়।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৬ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে