মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৩৪ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে দখলে থাকা বাড়িটি উচ্ছেদ করেছে ডিসি অফিসের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সকালে ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে ও মাদারগঞ্জে মডেল থানা-পুলিশের সহযোগিতায় এস্কেভেটর দিয়ে বাড়িটি ভেঙে মাঠটি দখলমুক্ত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্যরায়ের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করে বসবাস করছিলেন বিদ্যালয়টির সাবেক সহকারী শিক্ষক মো. চাঁন মিয়া। বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতি দখলকারী চাঁন মিয়াকে তাঁর অবৈধ স্থাপনা সরাতে বললেও তিনি সেখানে বসবাস করতে থাকেন। পরে আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লিখিত আবেদন দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়। অবশেষে আজ (মঙ্গলবার) বিদ্যালয়ের খেলার মাঠটি উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি কামরুল হাসান শাহীন বলেন, ‘বিদ্যালয়টির খেলার মাঠে বাড়ি করে দখল করে থাকা ওই শিক্ষক চাঁন মিয়াকে এর আগে একাধিকবার বিষয়টি অবগত করেছি। কিন্তু তিনি কর্ণপাত করেনি। আজ ডিসি অফিসের একদল প্রতিনিধি খেলার মাঠটি উদ্ধার করে। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে।’
এ বিষয়ে মাঠ দখল করে রাখা শিক্ষক চাঁন মিয়া বলেন, ‘বিদ্যালয়টির প্রতিষ্ঠার জন্য আমরা চারজন মিলে স্কুলের জন্য ৪১ শতাংশ জমি দান করি। অপর তিনজনের সঙ্গে মৌখিক চুক্তি হয় যে—আমি আমার জায়গায় থেকে এক দাগে ৪১ শতাংশ দিলে, তারা আমাকে তিনজন মিলে ৭ শতাংশ জমি বাদ দিয়ে বাকি জমি অন্য জায়গা থেকে দেবে। পরে আমাকে তারা কোনো জায়গা না দিয়ে মিথ্যা মামলা করে। আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এসে আমার বাড়ি ঘর ভেঙে দেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করে আসছিল। পরে সরকারি বিধি মোতাবেক ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ করা হয়েছে। আমরা বিদ্যালয়ের ৪১ শতাংশ জমি বুঝিয়ে নিয়েছি। উচ্ছেদের সময় মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী, গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।’

জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৩৪ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে দখলে থাকা বাড়িটি উচ্ছেদ করেছে ডিসি অফিসের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সকালে ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে ও মাদারগঞ্জে মডেল থানা-পুলিশের সহযোগিতায় এস্কেভেটর দিয়ে বাড়িটি ভেঙে মাঠটি দখলমুক্ত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্যরায়ের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করে বসবাস করছিলেন বিদ্যালয়টির সাবেক সহকারী শিক্ষক মো. চাঁন মিয়া। বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতি দখলকারী চাঁন মিয়াকে তাঁর অবৈধ স্থাপনা সরাতে বললেও তিনি সেখানে বসবাস করতে থাকেন। পরে আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লিখিত আবেদন দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়। অবশেষে আজ (মঙ্গলবার) বিদ্যালয়ের খেলার মাঠটি উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি কামরুল হাসান শাহীন বলেন, ‘বিদ্যালয়টির খেলার মাঠে বাড়ি করে দখল করে থাকা ওই শিক্ষক চাঁন মিয়াকে এর আগে একাধিকবার বিষয়টি অবগত করেছি। কিন্তু তিনি কর্ণপাত করেনি। আজ ডিসি অফিসের একদল প্রতিনিধি খেলার মাঠটি উদ্ধার করে। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে।’
এ বিষয়ে মাঠ দখল করে রাখা শিক্ষক চাঁন মিয়া বলেন, ‘বিদ্যালয়টির প্রতিষ্ঠার জন্য আমরা চারজন মিলে স্কুলের জন্য ৪১ শতাংশ জমি দান করি। অপর তিনজনের সঙ্গে মৌখিক চুক্তি হয় যে—আমি আমার জায়গায় থেকে এক দাগে ৪১ শতাংশ দিলে, তারা আমাকে তিনজন মিলে ৭ শতাংশ জমি বাদ দিয়ে বাকি জমি অন্য জায়গা থেকে দেবে। পরে আমাকে তারা কোনো জায়গা না দিয়ে মিথ্যা মামলা করে। আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এসে আমার বাড়ি ঘর ভেঙে দেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করে আসছিল। পরে সরকারি বিধি মোতাবেক ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ করা হয়েছে। আমরা বিদ্যালয়ের ৪১ শতাংশ জমি বুঝিয়ে নিয়েছি। উচ্ছেদের সময় মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী, গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে