প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

সরকারি নির্দেশনা থাকার কারণে হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৪ হাজার খুদে শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ রোববার তাদের স্কুলে আসার কথা ছিল। কিন্তু তারা প্রাক-প্রাথমিক শ্রেণি শিক্ষার্থী হওয়ায় বিদ্যালয়ে আসতে দেওয়া হয়নি।
জানা যায়, করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় মাধবপুরে ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল। প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থী রয়েছে। সে অনুযায়ী মাধবপুরে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে মোট ৪ হাজার ৪৭০ জন। আজ তাদের প্রথম বিদ্যালয়ে আসার কথা ছিল। তাই তাদের জন্য শ্রেণির কক্ষে খেলাধুলা সামগ্রী দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা থাকার তারা স্কুলে যাতে পারেনি।
মাধবপুর উপজেলার মীরনগর সরকারি কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থার পরিদর্শক সাইফুর রহমান রাসেল বলেন, মাধবপুরে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নতুন চালু হয়েছে। তারা অনেক ছোট তাই ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয়ে না আসাই উত্তম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন, শিশুরা বিদ্যালয়ের প্রাণ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাঙ্গনগুলো আবার মুখরিত হয়ে উঠেছে। আর প্রাক-প্রাথমিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। কিন্তু তারা অনেক ছোট হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আপাতত তাদের বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকেরা মোবাইলে যোগাযোগ করে ও হোম ভিজিটের মাধ্যমে তাদের পড়াশোনার তত্ত্বাবধান করা হচ্ছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় শিক্ষকেরা তাদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর রাখবেন। করোনা পরিস্থিতি ঠিক হলে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হবে।

সরকারি নির্দেশনা থাকার কারণে হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৪ হাজার খুদে শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ রোববার তাদের স্কুলে আসার কথা ছিল। কিন্তু তারা প্রাক-প্রাথমিক শ্রেণি শিক্ষার্থী হওয়ায় বিদ্যালয়ে আসতে দেওয়া হয়নি।
জানা যায়, করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় মাধবপুরে ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল। প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থী রয়েছে। সে অনুযায়ী মাধবপুরে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে মোট ৪ হাজার ৪৭০ জন। আজ তাদের প্রথম বিদ্যালয়ে আসার কথা ছিল। তাই তাদের জন্য শ্রেণির কক্ষে খেলাধুলা সামগ্রী দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা থাকার তারা স্কুলে যাতে পারেনি।
মাধবপুর উপজেলার মীরনগর সরকারি কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থার পরিদর্শক সাইফুর রহমান রাসেল বলেন, মাধবপুরে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নতুন চালু হয়েছে। তারা অনেক ছোট তাই ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয়ে না আসাই উত্তম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন, শিশুরা বিদ্যালয়ের প্রাণ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাঙ্গনগুলো আবার মুখরিত হয়ে উঠেছে। আর প্রাক-প্রাথমিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। কিন্তু তারা অনেক ছোট হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আপাতত তাদের বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকেরা মোবাইলে যোগাযোগ করে ও হোম ভিজিটের মাধ্যমে তাদের পড়াশোনার তত্ত্বাবধান করা হচ্ছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় শিক্ষকেরা তাদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর রাখবেন। করোনা পরিস্থিতি ঠিক হলে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে