
৭৫ বছর বয়স। ব্যক্তিত্বের সাথে অস্তিত্বের লড়াই। নিজ কর্মে আজও নিরলস ও নির্মোহ ভালোবাসায় একজন নরসুন্দর। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একটানা ৪০ বছর যাবত দৃঢ়তার সাথে একই স্হানে একই ভাবে। বলছিলাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ ওয়ার্ডের বড়চর গ্রামের শিরিশশীলের পুত্র ক্ষিতিশ শীলের কথা।
সময়ের সাথে আশপাশের অনেক কিছুর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তাঁর মন - মনন,চলন, বলন ও কর্মের। সেই ক্ষিতিশশীল এখনও সেই আগের মতই। কেবল বয়সের খানিকটা পরিবর্তন ঘটেছে।ততক্ষণে দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তানের জনক হয়েছেন। ক্ষিতিশশীল কে তাঁর দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় কর্মের বিষয়ে প্রাপ্তি অপ্রাপ্তির কথা জিজ্ঞেস করলে তিনি এক কথায় উত্তর দেন, আমি খুবই তৃপ্ত অনেক আলাপচারিতায় একটি বারও উচ্চারণ করেননি চাহিদার কথা। সারাদিনে দুইশত টাকার মত আয় হয় ক্ষিতিশশীলের। এতেই সন্তুষ্ট তিনি।
চাহিদার কথা বললে তিনি বলেন, কিতা অইতো ইতা দিয়া, ‘ভগবানের কৃপায় তো ভালোই আছি।যত চাই তত পাই,পাওয়ারতো শেষ নাই।’
এভাবে রাস্তার পাশে ভাসমান অবস্হায় তাঁর এই কর্ম এখন আর আগের মত মানুষ টানতে পারেনা। সুনির্দিষ্ট কিছু লোকই কেবল আসে। বেলা শেষে যা রুজি হয় তাতে চলা কঠিন ও কষ্ট সাধ্য। বাজারের বিশিষ্টজন ব্যবসায়ী অসিত রন্জন দাশ মন্টু বলেন, ক্ষিতিশ চাচা আমাদের জন্য একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি না খেয়ে মরবেন তবু কারও কাছে হাত পাতবেন না। আমি অনেকবার চেষ্টা করেছি অর্থ দিয়ে সহযোগিতা করতে তিনি কারও সাহায্য গ্রহন করেননি।
ব্যক্তিত্ব আর দৃঢ়চেতা এই মানুষটি বিগত ২৫ বছর যাবত দুপুরে না খেয়ে কর্মস্হলে থেকেছেন। তাঁর শারীরিক কোন রোগ নেই,সুস্থ সবল কর্মক্ষম ক্ষিতিশশীল বলেন- ‘যে কয়দিন বাইচ্ছা থাকি কর্ম কইরাই বাইচ্ছা থাকতাম চাই বাজান। পরের বুঝা হইতাম চাইনা।’

৭৫ বছর বয়স। ব্যক্তিত্বের সাথে অস্তিত্বের লড়াই। নিজ কর্মে আজও নিরলস ও নির্মোহ ভালোবাসায় একজন নরসুন্দর। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একটানা ৪০ বছর যাবত দৃঢ়তার সাথে একই স্হানে একই ভাবে। বলছিলাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ ওয়ার্ডের বড়চর গ্রামের শিরিশশীলের পুত্র ক্ষিতিশ শীলের কথা।
সময়ের সাথে আশপাশের অনেক কিছুর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তাঁর মন - মনন,চলন, বলন ও কর্মের। সেই ক্ষিতিশশীল এখনও সেই আগের মতই। কেবল বয়সের খানিকটা পরিবর্তন ঘটেছে।ততক্ষণে দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তানের জনক হয়েছেন। ক্ষিতিশশীল কে তাঁর দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় কর্মের বিষয়ে প্রাপ্তি অপ্রাপ্তির কথা জিজ্ঞেস করলে তিনি এক কথায় উত্তর দেন, আমি খুবই তৃপ্ত অনেক আলাপচারিতায় একটি বারও উচ্চারণ করেননি চাহিদার কথা। সারাদিনে দুইশত টাকার মত আয় হয় ক্ষিতিশশীলের। এতেই সন্তুষ্ট তিনি।
চাহিদার কথা বললে তিনি বলেন, কিতা অইতো ইতা দিয়া, ‘ভগবানের কৃপায় তো ভালোই আছি।যত চাই তত পাই,পাওয়ারতো শেষ নাই।’
এভাবে রাস্তার পাশে ভাসমান অবস্হায় তাঁর এই কর্ম এখন আর আগের মত মানুষ টানতে পারেনা। সুনির্দিষ্ট কিছু লোকই কেবল আসে। বেলা শেষে যা রুজি হয় তাতে চলা কঠিন ও কষ্ট সাধ্য। বাজারের বিশিষ্টজন ব্যবসায়ী অসিত রন্জন দাশ মন্টু বলেন, ক্ষিতিশ চাচা আমাদের জন্য একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি না খেয়ে মরবেন তবু কারও কাছে হাত পাতবেন না। আমি অনেকবার চেষ্টা করেছি অর্থ দিয়ে সহযোগিতা করতে তিনি কারও সাহায্য গ্রহন করেননি।
ব্যক্তিত্ব আর দৃঢ়চেতা এই মানুষটি বিগত ২৫ বছর যাবত দুপুরে না খেয়ে কর্মস্হলে থেকেছেন। তাঁর শারীরিক কোন রোগ নেই,সুস্থ সবল কর্মক্ষম ক্ষিতিশশীল বলেন- ‘যে কয়দিন বাইচ্ছা থাকি কর্ম কইরাই বাইচ্ছা থাকতাম চাই বাজান। পরের বুঝা হইতাম চাইনা।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
৭ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
৮ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
১৩ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
৩৯ মিনিট আগে