হবিগঞ্জ প্রতিনিধি

বিএনপির টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে হবিগঞ্জে কয়েকটি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুরে বাজারে অবরোধের সমর্থনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত উভয় দলের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতা–কর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এ সময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় দলের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে রাস্তার ওপর টায়ারে আগুন এবং ককটেল বিস্ফোরণের হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পিকেটিং করতে দেখা যায় ছাত্রদলের নেতা–কর্মীদের। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলে ছাত্রদলের নেতা-কর্মীরা পেছনে সরে যান। এ সময় পুলিশ সদস্যরা শায়েস্তানগর এলাকার ভেতরে ঢুকে ছাত্রদলের নেতা–কর্মীদের ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরা রাস্তার ওপর থেকে অবশিষ্ট জ্বালানি কাঠ এবং ছাই সরিয়ে দেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র পিকেটারেরা পালিয়ে যায়।

বিএনপির টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে হবিগঞ্জে কয়েকটি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুরে বাজারে অবরোধের সমর্থনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত উভয় দলের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতা–কর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এ সময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় দলের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দেড় শ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে রাস্তার ওপর টায়ারে আগুন এবং ককটেল বিস্ফোরণের হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পিকেটিং করতে দেখা যায় ছাত্রদলের নেতা–কর্মীদের। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলে ছাত্রদলের নেতা-কর্মীরা পেছনে সরে যান। এ সময় পুলিশ সদস্যরা শায়েস্তানগর এলাকার ভেতরে ঢুকে ছাত্রদলের নেতা–কর্মীদের ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরা রাস্তার ওপর থেকে অবশিষ্ট জ্বালানি কাঠ এবং ছাই সরিয়ে দেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র পিকেটারেরা পালিয়ে যায়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৮ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১০ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে