হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ১৫তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রমিকেরা চাঁন্দপুর ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ইউনিয়ন নেতারা পাশে না থাকায় সংকট নিরসনে ভ্যালি ও বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা বৈঠকে বসেছেন।
চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল জানান, ভ্যালির ২৩টি বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা বেলা ১২টার দিকে বৈঠকে বসেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে আন্দোলন চালিয়ে যাবেন, নাকি প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহারের সিদ্ধান্ত আসে, তাহলে আগামীকাল বুধবার থেকে শ্রমিকেরা বাগানে কাজে ফিরবেন।
তবে সাধারণ শ্রমিকেরা বলছেন, ৩০০ টাকা মজুরির জন্য ১৫ দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। তাই ৩০০ টাকা ছাড়া কাজে যাবেন না।
এর আগে গতকাল সোমবার বেলা ১১টায় চান্দপুর বাগানে আন্দোলনরত শ্রমিকদের কাছে যান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। এ সময় তাঁরা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালে তাঁরা তা প্রত্যাখ্যান করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক ইশরাত জাহান। শ্রমিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে তাঁর (ডিসি) কথা হয়েছে। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। আপাতত তাঁরা যেন কাজে ফিরে যান।
এদিকে জেলা প্রশাসককে শ্রমিকনেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত নিজের মুখে তাঁদের কাজে ফেরার কথা না জানাবেন, তত দিন তাঁরা কাজে ফিরবেন না।
চা-শ্রমিকদের নারী নেত্রী সনকা সাঁওতাল বলেন, ‘আমরা ডিসি, এসপি, ইউএনও কাউকে বিশ্বাস করি না। কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তিনি যদি নিজের মুখে বলেন, তাহলে আমরা কাজে ফিরে যাব। তা না হলে ৩০০ টাকা মজুরি ছাড়া বাগানের কাজে যাব না। এর জন্য জীবন দিতে হলে দেব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভিডিও বার্তায় বললেও আমরা কাজে ফিরব। আজ বললে আজই ফিরব।’
এ সময় ইউএনও ও জেলা প্রশাসক শ্রমিক ইউনিয়নের নেতাদের চান্দপুর কারখানার সমনে আসার জন্য বারবার ফোন দিলেও তাঁরা কেউ সেখানে যাননি।
এর আগে রোববার হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে প্রায় চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বেলা ৩টার দিকে দুই দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আলটিমেটাম অনুযায়ী সোমবার ও মঙ্গলবার শ্রমিকেরা কোনো ধরনের আন্দোলন-সংগ্রাম না করে নিজ নিজ বাগানে অবস্থান করবেন। ২৩ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে ২৪ তারিখ আবারও তাঁরা রাস্তায় নামবেন বলে জানান শ্রমিক নেতারা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা-শ্রমিকেরা।

হবিগঞ্জে ১৫তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রমিকেরা চাঁন্দপুর ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ইউনিয়ন নেতারা পাশে না থাকায় সংকট নিরসনে ভ্যালি ও বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা বৈঠকে বসেছেন।
চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল জানান, ভ্যালির ২৩টি বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা বেলা ১২টার দিকে বৈঠকে বসেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে আন্দোলন চালিয়ে যাবেন, নাকি প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহারের সিদ্ধান্ত আসে, তাহলে আগামীকাল বুধবার থেকে শ্রমিকেরা বাগানে কাজে ফিরবেন।
তবে সাধারণ শ্রমিকেরা বলছেন, ৩০০ টাকা মজুরির জন্য ১৫ দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। তাই ৩০০ টাকা ছাড়া কাজে যাবেন না।
এর আগে গতকাল সোমবার বেলা ১১টায় চান্দপুর বাগানে আন্দোলনরত শ্রমিকদের কাছে যান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। এ সময় তাঁরা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালে তাঁরা তা প্রত্যাখ্যান করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক ইশরাত জাহান। শ্রমিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে তাঁর (ডিসি) কথা হয়েছে। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। আপাতত তাঁরা যেন কাজে ফিরে যান।
এদিকে জেলা প্রশাসককে শ্রমিকনেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত নিজের মুখে তাঁদের কাজে ফেরার কথা না জানাবেন, তত দিন তাঁরা কাজে ফিরবেন না।
চা-শ্রমিকদের নারী নেত্রী সনকা সাঁওতাল বলেন, ‘আমরা ডিসি, এসপি, ইউএনও কাউকে বিশ্বাস করি না। কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তিনি যদি নিজের মুখে বলেন, তাহলে আমরা কাজে ফিরে যাব। তা না হলে ৩০০ টাকা মজুরি ছাড়া বাগানের কাজে যাব না। এর জন্য জীবন দিতে হলে দেব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভিডিও বার্তায় বললেও আমরা কাজে ফিরব। আজ বললে আজই ফিরব।’
এ সময় ইউএনও ও জেলা প্রশাসক শ্রমিক ইউনিয়নের নেতাদের চান্দপুর কারখানার সমনে আসার জন্য বারবার ফোন দিলেও তাঁরা কেউ সেখানে যাননি।
এর আগে রোববার হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে প্রায় চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বেলা ৩টার দিকে দুই দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আলটিমেটাম অনুযায়ী সোমবার ও মঙ্গলবার শ্রমিকেরা কোনো ধরনের আন্দোলন-সংগ্রাম না করে নিজ নিজ বাগানে অবস্থান করবেন। ২৩ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে ২৪ তারিখ আবারও তাঁরা রাস্তায় নামবেন বলে জানান শ্রমিক নেতারা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা-শ্রমিকেরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে