হবিগঞ্জ প্রতিনিধি

দুই দিনের আলটিমেটাম দিয়ে চার ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা। এই সময়ের মধ্যে তাঁদের দাবি না পূরণ হলে আবারও মহাসড়কে নামবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ রোববার বিকেল ৩টায় শ্রমিক নেতারা তাঁদের অবরোধ প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনুরুদ্ধ বাড়াইক।
অনুরুদ্ধ বাড়াইক বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। তাই কোনো ধরনের ঝামেলা আমরা পছন্দ করি না। কিন্তু পেটের দায়ে দিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আমরা দুই দিনের জন্য সরকারকে সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি না মানলে ২৪ আগস্ট আবারও রাস্তায় নামতে বাধ্য হব।’
এর আগে বেলা ১১টায় মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুরের চৌমুহনীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়াসহ লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের কয়েক হাজার চা-শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে অনেকে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
এর আগে শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘বিকেলে শ্রম অধিদপ্তরের সঙ্গে আমরা বৈঠকে বসি। সেখানে আমাদের মজুরি ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আমাদের সঙ্গে বসবেন জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হয়। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেই, আমি কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি।’
এই শ্রমিক নেতা আরও বলেন, ‘বৈঠক শেষে বেরিয়ে চা-শ্রমিকদের ক্ষোভ আঁচ করতে পারি। তারা ২৫ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যেতে চান।’

দুই দিনের আলটিমেটাম দিয়ে চার ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা। এই সময়ের মধ্যে তাঁদের দাবি না পূরণ হলে আবারও মহাসড়কে নামবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ রোববার বিকেল ৩টায় শ্রমিক নেতারা তাঁদের অবরোধ প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনুরুদ্ধ বাড়াইক।
অনুরুদ্ধ বাড়াইক বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। তাই কোনো ধরনের ঝামেলা আমরা পছন্দ করি না। কিন্তু পেটের দায়ে দিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আমরা দুই দিনের জন্য সরকারকে সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি না মানলে ২৪ আগস্ট আবারও রাস্তায় নামতে বাধ্য হব।’
এর আগে বেলা ১১টায় মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুরের চৌমুহনীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়াসহ লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের কয়েক হাজার চা-শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে অনেকে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
এর আগে শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘বিকেলে শ্রম অধিদপ্তরের সঙ্গে আমরা বৈঠকে বসি। সেখানে আমাদের মজুরি ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আমাদের সঙ্গে বসবেন জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হয়। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেই, আমি কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি।’
এই শ্রমিক নেতা আরও বলেন, ‘বৈঠক শেষে বেরিয়ে চা-শ্রমিকদের ক্ষোভ আঁচ করতে পারি। তারা ২৫ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যেতে চান।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩৬ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে