Ajker Patrika

তিন ভাই মিলে বড়ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
তিন ভাই মিলে বড়ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট তিন ভাই। আজ শুক্রবার বেলা ৩টার দিকে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামের এ ঘটনাটি ঘটে। 

নিহত শাহজাহান মিয়া (৩৫) ওই গ্রামের মৃত মহরম আলী ছেলে। 

পুলিশ বলছে, শাহজাহান মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাই আছকির মিয়া ও বিল্লাল মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে দুই মাস আগে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাহজাহান মিয়ার হামলায় তাঁর চাচা কুদ্দুস মিয়া নিহত হন। বাবার হত্যার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আছকির মিয়া ও বিল্লাল মিয়া। তাদের পক্ষ নেন শাহজাহান মিয়ার আপন ছোট ভাই জয়নাল মিয়া। এরই জেরে শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় একা পেয়ে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করেন আছকির, বিল্লাল ও জয়নাল। 

খবর পেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনাস্থল পরিদর্শন করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘাতকদের আটকে অভিযান চালানো হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত