কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজবাড়ির পুকুরঘাটে নৌকা প্রতীকের ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ না করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। আজ রোববার উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলোচনা–সমালোচনার ঝড় বইছে।
আবু ছাইদ শিকদার উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগিনা।
জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তাঁর বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য নির্মাণ করেন। আজ সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মামা প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ।
চেয়ারম্যান হওয়ার পর তিনি দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকার ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
অপর দিকে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না। সে আসলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার ফলক ভেঙে ফেলেছি।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজবাড়ির পুকুরঘাটে নৌকা প্রতীকের ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ না করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। আজ রোববার উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলোচনা–সমালোচনার ঝড় বইছে।
আবু ছাইদ শিকদার উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগিনা।
জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তাঁর বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য নির্মাণ করেন। আজ সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মামা প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ।
চেয়ারম্যান হওয়ার পর তিনি দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকার ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
অপর দিকে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না। সে আসলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার ফলক ভেঙে ফেলেছি।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৫ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৭ মিনিট আগে